Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইনি মামলা শেষ হলে বাইডেনকে অভিনন্দন জানাবে মেক্সিকো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ৬:৫৩ পিএম

যে মুহূর্তে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বাইডেনকে অভিনন্দন জানানো হচ্ছে, ঠিক তখন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ ওব্রাডর বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আইনি সব ঝামেলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো। তিনি বলেন, এ অবস্থায় একজন প্রার্থীকে বা অন্যজনকে আমরা অভিনন্দন জানাতে পারি না। নির্বাচনী প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়ে যাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। -রয়টার্স, পলিটিকো

পলিটিকোর প্রতিবেদনে বলা হয়, ব্যাটলগ্রাউন্ড বলে পরিচিত পেনসিলভ্যানিয়ায় বিজয়ের মধ্য দিয়ে জো বাইডেন প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের কোটা পূর্ণ করেছেন শনিবার। এর ফলে নির্বাচনে তিনি জয় পেয়েছেন। কিন্তু কেন তাকে মেক্সিকো অভিনন্দন জানায়নি! যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্যিক অংশীদার মেক্সিকো। বছরে উভয়মুখী ৬০০০০ কোটি ডলারের বাণিজ্য হয়। তাই তাদের প্রতিবেশী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ মেক্সিকোর জন্য। এদিকে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিভিন্ন রাজ্যের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, উল্লেখ করার মতো ভোট জালিয়াতির প্রমাণ তারা পাননি। আবার আইনি বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই আইনি লড়াই শেষ পর্যন্ত সফল হবে না।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নিজে প্রতিক্রিয়া দেয়ার দিকে বাড়তি সতর্কতা অবলম্বন করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট। লোপেজ ওব্রাডরের বিরুদ্ধে দুটি নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ আছে। ২০০৬ এবং ২০১২ সালের নির্বাচনে তিনি ভোট জালিয়াতি করেছিলেন বলে অভিযোগ আছে। তবে তৃতীয় দফা ২০১৮ সালে তিনি নির্বাচনে বিজয়ী হন। তার সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা মোটামোটি বিশ্বের অন্য নেতারাও জানেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ