মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত অধিৃকত জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় স্বাধীনতাকামীদের দমনে বড় এক অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। সেই অভিযানের মধ্যেই শনিবার রাতে ও রোববার সকালে দুইটি আলাদা সংঘর্ষে এক অফিসারসহ ভারতের ৪ সেনাসদস্য ৩ স্বাধীনতাকামী নিহত হন। গত এপ্রিল মাসের পর থেকে এটাই উপত্যকায় সবচেয়ে বড় এনকাউন্টারের ঘটনা।
জানা গেছে, শনিবার স্থানীয় সময় রাত একটা নাগাদ কর্তব্যরত নিরাপত্তা রক্ষীরা নিয়ন্ত্রণ রেখা সংলগ্ন এলাকায় সন্দেহজনক কয়েকজনকে দেখেন। নিরাপত্তা রক্ষীরা তাদেরকে আটকানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে এলোপাথাড়ি গুলি বিনিময় শুরু হয়। তিন ঘণ্টা ধরে চলে এই সংঘর্ষ। এ ঘটনায় নিহত হন এক স্বাধীনতাকামী ও এক সেনা সদস্য। নিহত ওই সেনাসদস্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ‘বিএসএফ’ এর কনস্টেবল ছিলেন। বিএসএফ -এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘কনস্টেবল সুদীপ সরকার মাছিল সেক্টরে অভিযানের সময় জীবন দিয়েছেন। ভারতীয় সেনার তরফে সেই জায়গায় বাহিনী পাঠানো হয়েছে। যুগ্ম অভিযান এখনও চলছে।’ জানা গিয়েছে, ভোর ৪টা নাগাদ শেষ হয় গুলিবিনিময়। এরপর রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ আরও কয়েকজন অনুপ্রবেশকারী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে বলে জানিয়েছেন নিরাপত্তা রক্ষীরা। নিয়ন্ত্রণ রেখা থেকে প্রায় ১ দশমিক ৫ কিমি দূরে তাদের দেখতে পেয়ে নিরাপত্তা রক্ষীরা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রা কর্নেল রাজেশ কালিয়া জানিয়েছেন, তীব্র গুলির লড়াইয়ে আরও দু’জন ‘সন্ত্রাসবাদী’র মৃত্যু হয়েছে। আমাদের বাহিনী তিন কর্মীকে হারিয়েছে এবং ২ জন আহত। ওই দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন রাজেশ কালিয়া। সূত্র: টিওআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।