Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতিসংঘের মাধ্যমে ম্যাখোঁ’র ফাঁসি চাই -মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন

ফ্রান্সে মহানবী (সা.) অবমাননার প্রতিবাদে মানববন্ধন-

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ৪:৫১ পিএম

মাহে রবিউল আউয়াল মাসে ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ করায় মুসলিম উম্মাহ’র হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সরকারি পৃষ্ঠপোষকতায় মহানবীর অবমাননার দায়ে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক আদালতে বিচার করে দেশটির প্রেসিডেন্ট ম্যাখোঁ’র ফাঁসি দিতে হবে। ওআইসিভূক্ত দেশগুলো থেকে ফরাসি দূতাবাস প্রত্যাহার করতে হবে। অবিলম্বে ব্লাসফেমি আইন পাশ করতে হবে। মুজিব জন্ম শতবর্ষে অবিলম্বে জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনুন এবং দেশটির পণ্য বর্জনের ঘোষণা দিন। আজ রোববার বাদ যোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ফ্রান্সে মহানবী (সা.) অবমাননার প্রতিবাদে বাংলাদেশ জমইয়াতে যিবুল্লাহ ও ইউনাইটেড ঢাকার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের সিনিয়র নায়েবে আমীর ও ছারছীনা পীর ছাহেবের সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মৌলভী মো. ইসমাঈল মিয়ার সভাপতিত্বে ও মাওলানা মুহাম্মাদ এনায়েতুল্লাহ ফয়রাভীর উপস্থাপনায় উক্ত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকার ডেমরার ঐতিহ্যবাহী দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আ.খ.ম আবু বকর সিদ্দিক।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমিয়তে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, নাজেমে আ’লা প্রিন্সিপাল সাইয়্যেদ শরাফত আলী, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. হাফেজ মুহাম্মদ রুহুল আমীন, ঢাকা নেছারিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল ড. মুহাম্মাদ কাফিলুদ্দীন সরকার সালেহী, ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মুহা.আলী আকবার, বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি আলহাজ্জ মাওলানা কাজী মফিজ উদ্দিন।

শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেন, যুগে যুগে বেদ্বীন, কাফের, মুশরিকরা আমাদের প্রাণপ্রিয় নবীজী (সা.) কে বিভিন্ন ধরণের কটাক্ষ করে অপমান করেছে। সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁর সহযোগীতায় আমাদের প্রাণপ্রিয় নবীজীর শানে ব্যঙ্গ করে কার্টুন প্রদর্শন করা হয়েছে। এ সকল ঘটনায় একজন মুসলমান হিসেবে আমাদের হৃদয় ক্ষত-বিক্ষত হয়েছে। আর এমনটা প্রত্যেক মুসলমানেরই হওয়ার কথা। যেই মহান রাসুলের (সা.) জন্য আল্লাহ তা’য়ালা এই জগৎ সৃষ্টি করেছেন, তাঁর সম্মানের ওপর চুল পরিমাণ আঘাত হানবে তা আমরা কোন মুসলমানই শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বরদাশত করবো না। আমরা মুসলমান শান্তিতে থাকতে চাই। কিন্তু যখনই কোন আঘাত আমাদের ধর্ম বা প্রাণপ্রিয় নবীজী (সা.) এ্র ওপর আসে তখন আর বসে থাকতে পারিনা। যেহেতু এর সাথে আমাদের ঈমানের সম্পর্ক রয়েছে। আজ যারা আমাদের নবীজী (সা.) কে নিয়ে কটাক্ষ ও ব্যঙ্গ করে তারা এটা জানেনা যে, মহানবী (সা.) তো শুধু ইসলামের অনুসারীদের নবী নন, তিনিতো সারা বিশে^র সকল জাতি এবং সকল মানুষের নবী। তিনি বলেন, আমরা মুসলমানগণ শান্তিতে বিশ^াস করি। আমরা জ¦ালাও পোড়াও আন্দোলনে বিশ^াসী না। ব্লাসফেমি আইন পাশ না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি জানিয়েই যাব ইনশাআল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ