Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হক্কানী ওলি আউলিয়াদের পথ অনুসরণের কোনো বিকল্প নেই : পীর ছাহেব ফান্দাউক দরবার শরীফ

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান গদিনশিন পীর আলহাজ্ব মাওলানা মুফতি শাহ সূফি সৈয়দ সালেহ আহমাদ মামুন বলেছেন, বর্তমান সামাজিক অবস্থা অত্যন্ত নাজুক। এর একমাত্র উত্তরণের উপায় হচ্ছে সঠিক ঈমান আক্বিদার বাস্তবায়ন। আমাদের চরিত্রের পরিবর্তন করতে হলে হক্কানী পীর আউলিয়াদের  পথ ও মত অনুসরণের কোনো বিকল্প নেই। এদেশে ইসলাম এসেছে পীর বুজুর্গ ও ওলি আউলিয়াদের মাধ্যমে। তাদের অনুসরণ করতেই হবে। তাদের অনুসরণ ছাড়া সঠিক আর কোন পথ নেই। তিনি গত ১৬ আগষ্ট মাধবপুর উপজেলাধীন বেলঘর মরহুম হাজী ছানু মিয়া চৌধুরী বাড়ী প্রাঙ্গণে পীরে কামেল মোকাম্মেল কুতুবুল আফতাব শাহ সূফী আলহাজ্ব সৈয়দ আব্দুস ছাত্তার নকশেবন্দেী মোজ্জাদেদ্দী ফান্দাউকী (র.) ও পীরে কামেল মোকাম্মেল মোজাদ্দেদী জামান রাসূল নামা আলহাজ্ব শাহ সূফী সৈয়দ নাছিরুল হক মাসূম আল ক্বাদেরী চিশতি নকশেবন্দেী মোজাদ্দেদী ফান্দাউকী (র.) এবং মরহুম হাজী ছানু মিয়া চৌধুরীর ইছালে ছওয়াব মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইছালে ছওয়াব মাহফিলে আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফ চৌধুরীর তত্ত্বাবধানে ওয়াজ করেন ফান্দাউক দরবার শরীফের খাদেম, আলহাজ্ব মাওলানা হাফেজ আ. রহমান, আলহাজ্ব মাওলানা ইব্রাহিম সিদ্দিকী, মাওলানা সালাউদ্দিন।  উপস্থিত ছিলেন ফান্দাউক দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা মুফতি ক্বারী সৈয়দ মঈনুদ্দিন আহমাদ, পীরজাদা হযরত সৈয়দ আবু বকর সিদ্দিক, সফর সঙ্গী মাওলানা সৈয়দ জাকারিয়া আহমাদ, মাওলানা সৈয়দ শামীম আহমাদ , মাধবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাবের মাধবপুর উপজেলা সংবাদদাতা কে.এম শামছুল হক আল-মামুনসহ হুজুর ক্বিবলার মুরিদান ও ভক্তবৃন্দ। পরে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের শান্তি ঐক্য কামনা করে পীর ছাহেব মোনাজাত করেন।







 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হক্কানী ওলি আউলিয়াদের পথ অনুসরণের কোনো বিকল্প নেই : পীর ছাহেব ফান্দাউক দরবার শরীফ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ