Inqilab Logo

মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ০৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

আবারও অস্ট্রেলিয়ার সেরা সুন্দরী নির্বাচিত হলেন ভারতীয় বংশোদ্ভ‚ত এক তরুণী। ‘মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া’ খেতাব জয়ী ওই তরুণীর নাম মারিয়া থাটিল।
গত ২৮ অক্টোবর মেলবোর্নের পাঁচতারা হোটেল সোফিটেল মেলবোর্ন অন কলিন্সে এই প্রথম ভার্চুয়ালি মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া প্রতিযোগিতা হয়। মহামারির কারণেই এই ব্যবস্থা। মোট ২৬ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন ওই প্রতিযোগিতায়। তাদের মধ্যে মিউ ইউনিভার্স অস্ট্রেলিয়ার মুকুট ছিনিয়ে নেন মারিয়া। ভার্চুয়াল ইভেন্টের শেষে মারিয়াকে মুকুট পরিয়ে দেন ২০১৯ সালের ‘মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া’ প্রিয়া সেরাও। ঘটনাচক্রে, সাবেক ওই মিস ইউনিভার্স অস্ট্রেলিয়াও ভারতীয় বংশোদ্ভ‚ত।

২৭ বছরের মারিয়া একজন মেক-আপ শিল্পী। ফেসবুক, ইনস্টাগ্রামে তিনি মেক-আপ সম্পর্কে নানা তথ্য শেয়ার করেন। তার একটি ইউটিউব চ্যানেলও আছে। তাতে লাইফস্টাইল এবং মেক-আপের নানা ভিডিও শেয়ার করেন তিনি। মেলবোর্নেই জন্ম এবং বড় হওয়া মারিয়ার। গত শতাব্দীর নব্বইয়ের দশকে তার মা-বাবা ভারত ছেড়ে মেলবোর্নে চলে যান। তারপর থেকে সেখানেই থাকতে শুরু করেন তারা।
মারিয়ার বাবার জন্ম কেরালায়। মায়ের কলকাতায়। কেরালায় এখনও তার বাবার তরফে অনেক আত্মীয়স্বজন থাকেন। কিন্তু মায়ের তরফে প্রায় কেউই আর ভারতে নেই। কর্মসূত্রে সকলেই এখন অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে থাকেন। সে কারণে ২০০১ সালে একবার বাবার সঙ্গে কেরালা গেলেও কলকাতায় কখনও যাওয়া হয়নি তার।
ভারত এবং অস্ট্রেলিয়া দুই সংস্কৃতিতেই বড় হয়েছেন মারিয়া। বাড়িতে মা-বাবার থেকে ভারতীয় সংস্কৃতি শিখেছেন। স্কুল-কলেজ এবং বন্ধুদের থেকে শিখে নিয়েছেন অস্ট্রেলিয়ার সংস্কৃতিও। এই দুই সংস্কৃতিকে বয়ে নিয়ে যেতে প্রথম প্রথম একটু অসুবিধাই হত মারিয়ার।

ছোটবেলায় অনেক চেষ্টাও করেছেন শুধুমাত্র অস্ট্রেলিয়ার নাগরিক হিসাবেই নিজের পরিচিতি গড়ে তুলতে। কিন্তু সেটা সম্ভব হয়নি। বড় হওয়ার সঙ্গে সঙ্গে মারিয়ার উপলব্ধি, তার মধ্যে দুই দেশের সংস্কৃতিই মিশে আছে। আর সেটাই তার পরিচয়। এই পরিচয়েই এখন গর্বিত মারিয়া। সূত্র : নিউজ ১৮, আউটলুক ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ