Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত গ্রেফতার ৩

হাত-পা বেঁধে টাকা ছিনতাই

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

নাটোরে ছিনতাইকৃত প্রাইভেটকার উদ্ধার ও আরিফুল ইসলাম, বাদশা মিয়া দেওয়ান ও শরিফুল ইসলাম নামে ৩ অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার বেলা ১১ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।
তিনি আরো জানান, পাবনা গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী এফএম জাহিদুল ইসলাম গত ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া আসার জন্য ঈশ্বরদী দাশুড়িয়া মোড় থেকে একটি সাদা প্রাইভেট কার ভাড়া করে যাত্রী হিসেবে ওঠেন ওই প্রাইভেট কার ড্রাইভার ও অজ্ঞাতনামা আরো তিনজন ছিল।
এরপর বিকেল ৫টার দিকে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে পৌঁছামাত্রই প্রাইভেটকারে থাকা অজ্ঞাত ব্যক্তিরা জাহিদুলের হাত চোখ বেঁধে তার কাছে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন অফিসের আইডি কার্ড ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড ছিনিয়ে নেয়।
পরে তার কাছে থেকে এটিএম কার্ডের মাধ্যমে ২৯ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে আরো ২০ হাজার টাকা নিয়ে জাহিদুলকে হাত-পা বাঁধা অবস্থায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মহিলা ডিগ্রী কলেজের সামনে ফেলে যায়।
পরে জাহিদুল বড়াইগ্রাম থানায় অভিযোগ করলে তারই সূত্র ধরে বড়াইগ্রাম থানার একটি দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গত ২ ও ৩ নভেম্বর ঢাকা থেকে অভিযুক্তদের প্রাইভেটকারসহ আটক করে। এরপর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিসিটিভি-ফুটেজ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ