যুক্তরাষ্ট্র বিএনপি নেতা গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লু ও মিজানুর রহমান মিল্টন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে যুক্ত হলেন
যুক্তরাষ্ট্র বিএনপির তিন নেতাকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগ প্রাপ্তরা হলেন
আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীরা করোনাকালীন সময়েও ভয়কে জয় করে একের পর এক নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে দেশের সুনাম বৃদ্ধি করছেন ব্যাপকভাবে। করোনার সংক্রমণ প্রতিরোধে ব্যবসাবান্ধব আমিরাত সরকারের নিরলস প্রচেষ্টা, অত্যাধুনিক চিকিৎসাসেবা আর সঠিক কর্মপদ্ধতি বাস্তবায়নের সফলতায় ব্যবসায়ীরা নির্দ্বিধায় গড়ে তুলছেন তাদের পছন্দসই নানা রকম ব্যবসা প্রতিষ্ঠান। গত শুক্রবার সন্ধ্যায় আমিরাতের গ্রিনসিটি আল-আইনের শিল্পনগরী সানাইয়াতে তিন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর যৌথ উদ্যোগে খতমে কোরআনের মধ্য দিয়ে ‘আইকন ডিজাইন সিল্ক প্রিন্টিং’-এর শুভ উদ্বোধন করা হয়।
এতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রধান অতিথি স্থানীয় স্পন্সর আহমেদ ওবায়েদ সালেম জুমা আলকাবি। বিশেষ অতিথি ছিলেন আবদুল্লাহ বখিত সুয়েইদান বখিত আল নুয়াইমী, ফরহাদ জুমা আল হাবাবী, ক্বারী আজহারুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, ডাঃ নূরুল আমিন, ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম রাজু, এম এ খায়ের নিজামী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও কর্ণধার তিন উদ্যোক্তা ও ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম মমিন, মোহাম্মদ মিজান ও এম আলীনূর রহমান খান এবং অন্য অতিথিবৃন্দ। উদ্যোক্তারা বলেন, সৃজনশীল, আধুনিক ডিজাইন ও প্রিন্টিং-এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাবে এ প্রতিষ্ঠানটি।
প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।