Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরবর্তী মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে অবরোধ থেকে শিক্ষা নেবে : রুহানি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ৮:৩৮ পিএম

পরবর্তী মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে অবরোধ থেকে শিক্ষা নেবে এমন আশাবাদ ব্যক্ত করে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারকে ইরানের মোকাবেলায় আইন মেনে চলতে বাধ্য করা হবে। শনিবার তেহরানে ইরানের করোনা মোকাবেলা বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেন রুহানি। --আল-আরাবি, প্রেসটিভি, ফারস
রুহানি বলেন, ইরানি জাতি প্রতিরোধ ও ধৈর্যের মাধ্যমে প্রতিপক্ষকে আইন অনুসরণে বাধ্য করবে। তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপকারী দেশগুলো মারাত্মক ভুল করছে। কিন্তু ইরানি জাতি হোয়াইট হাউসের অর্থনৈতিক সন্ত্রাসবাদের মোকাবেলায় নজিরবিহীন প্রতিরোধ গড়ে তুলেছে এবং দৃঢ়তা প্রদর্শন করেছে। এখন হোয়াইট হাউসের বুঝা উচিত তারা কোনভাবেই তাদের অশুভ লক্ষ্য-উদ্দেশ্য হাসিল করতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্রের উচিত আন্তর্জাতিক আইনের পথে ফিরে আসা। মার্কিন যুক্তরাষ্ট্রে যখন প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা চলছে এবং বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের বিদায় প্রায় নিশ্চিত তখন ইরানের প্রেসিডেন্ট রুহানি এসব মন্তব্য করলেন। ইরানের বিরুদ্ধে সর্বশেষ মার্কিন নিষেধাজ্ঞায় দেশটিতে ইনসুলিন সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ