নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
শক্তি প্রদর্শনের জন্য পাঞ্জা লড়াইয়ের খেলা আগে অনেক দেখা যেত। দু’জনের দুই হাতের তালু দিয়ে এই খেলা হতো। আধুনিক যুগে এই খেলার নাম আর্ম রেসলিং বা বাহুর কুস্তি। এবার বাংলাদেশেও আতœপ্রকাশ ঘটলো আর্ম রেসলিংয়ের একটি সংগঠন। শনিবার মাজহারুল ইসলাম তুহিনকে সভাপতি এবং ড. কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ আর্ম রেসলিং অ্যাসোসিয়েশনের ৩৫ সদস্যের কমিটির সাধারণ সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতি তুহিন বলেন, ‘যুব সমাজ আজ মাদকে আকৃষ্ট হয়ে পড়ছে। দেশব্যাপী মাথাচাড়া দিয়ে উঠছে কিশোর গ্যাং। খেলাধূলার মাধ্যমেই সম্ভব এসব কাজ থেকে যুব সমাজকে দূরে রাখা। সে জন্যই অন্য খেলার মতো আমরা আর্ম রেসলিং শুরু করেছি। যুব সমাজের বাহুর জোর বাড়াতেই আমাদের এই উদ্যোগ।’ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কার পাওয়া বক্সার আবদুল হালিম বলেন, ‘যুব সমাজের জন্য আমরা ভালো খবর নিয়ে এসেছি। পাঞ্জার খেলা দিয়ে যুবকদের আকৃষ্ট করতে চাই আমরা।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।