Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবর্ধনা পেলেন আঁখি- ঋতুপর্ণারা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ৭:৪৯ পিএম

বাংলাদেশের বয়সভিত্তিক নারী ফুটবল দলের খেলোয়াড়রা শুধু মাঠের পারফরম্যান্সেই পারদর্মী নন, তারা পড়ার টেবিলেও সেরা। যার প্রমাণ এবারের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ জাতীয় নারী দলের ৮ ফুটবলারের কৃতিত্বের সঙ্গে পাস করা। এই কৃতিত্বের জন্য ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় তাদেরকে সংবর্ধনা দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শনিবার বিকেলে মতিঝিলস্থ বাফুফে ভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফের চারবারের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান আতাউর রহমান ভূঁইয়া মানিক, মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ ও ওয়ালটনের অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন। কেক কেটে সংবর্ধনা অনুষ্ঠানকে রাঙিয়ে তোলেন বাফুফে বস সালাউদ্দিন। অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষ থেকে ৮ নারী ফুটবলারকে স্মার্টফোন উপহার দেয়া হয়।

নিজ বক্তব্যে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন,‘খেলাধূলার পাশাপাশি পড়াশোনাও গুরুত্বপূর্ণ। ওরা মাত্র এসএসসি পাস করল। পড়াশোনায় এরা যাতে পরবর্তী ধাপগুলো ভালোমতো পার করতে পারে এজন্য বাফুফে সব সময় তাদের সহায়তা করবে।’ ইকবাল বিন আনোয়ার ডন বলেন,‘আমরা দেশের নারী ফুটবলারদের সঙ্গে সব সময় রয়েছি। এর ধারাবাহিকতায় নারীদের পড়াশোনাতেও উৎসাহিত করার জন্য আমাদের এই প্রয়াস। আগামী বছর নারী লিগে আমরা একটি দল গড়ব। আশা করি মহিলা ফুটবলের উন্নয়নে আরো ভূমিকা রাখবে ওয়ালটন।’

এসএসসিতে কৃতকার্য হওয়া আট নারী ফুটবলার হলেন- ডিফেন্ডার আঁখি খাতুন, ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা, সাজেদা খাতুন, রেহেনা আক্তার, স্ট্রাইকার সিরাত জাহান স্বপ্না, শামসুন্নাহার সিনিয়র, আনাই মোগিনী ও মাহফুজা খাতুন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ