Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন তার আলোচনা শুরু করেছেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ৭:৪৮ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট জো বাইডেন নতুন সরকার গঠনে গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন তার আলোচনা শুরু করেছেন। এবিষয়ে তিনি ইতোমধ্যে তার উপদেষ্টাদের সঙ্গে শলাপরামর্শ শুরু করেছেন। এ ক্ষেত্রে করোনা মোকাবেলা বিষয়ক টিম বা টাস্কফোর্স কাদের নিয়ে গঠিত হবে তা নিয়েও আলোচনা শুরু করেছেন বাইডেন ও তার ঘনিষ্ঠরা। -নিউ ইয়র্ক টাইমস, পার্সটুডে
মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এসব তথ্য জানিয়েছে। ওয়াশিংটন ও নর্থ ক্যারোলিনায় বাইডেনের ঘনিষ্ঠ লোকজন এ বিষয়ে আলোচনা করেছেন। এর আগে ক্ষমতা গ্রহণের প্রাথমিক প্রস্তুতি হিসেবে ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির। এক প্রেসিডেন্টের কাছ থেকে অন্য প্রেসিডেন্টের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রেসিডেন্সিয়াল ট্রানজিশন গঠন করা হয়। এ লক্ষ্যেই ট্রানজিশন ওয়েবসাইট চালু করেছে বাইডেন শিবির। নিয়ম অনুযায়ী,সামগ্রিক বিষয়ে ওয়াশিংটনে ট্রানজিশন টিমের অফিস থেকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করা হবে। আর এ প্রক্রিয়ার যাবতীয় আপডেট থাকবে ট্রানজিশন ওয়েবসাইটে। ট্রাম্প অবশ্য এখন পর্যন্ত পরাজয় মেনে নেননি বরং নিজেকেই বিজয়ী দাবি করছেন তিনি। ভোট গণনা থামাতে একাধিক মামলাও করেছে ট্রাম্প সমর্থকরা। তবে ক্ষমতা গ্রহণের প্রস্তুতিতে পিছিয়ে নেই বাইডেন সমর্থকরাও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ