Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইভরি কোস্টে বিরোধী দলীয় নেতা গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ৬:১৮ পিএম

প্রতিদ্বন্দ্বী সরকার গঠন করায় আইভরি কোস্টে বিরোধী দলীয় নেতা গ্রেপ্তার হয়েছে।প্যাসকেল অ্যাফি এন’গুয়েসানকে শনিবার গ্রেপ্তার করা হয় বলে জানান তার স্ত্রী ও মুখপাত্র। তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী। ৩১ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট অ্যালাসানে ওয়াতারা নিরঙ্কুশ জয় পেয়েছিলেন। ওই নির্বাচন বর্জন করা বিপুল বিরোধী নেতার বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। তারা অন্তর্বতী কাউন্সিল গঠন করেন। -রয়টার্স, আল জাজিরা, সিএনএন, বিবিসি
অ্যাফির স্ত্রী অ্যানজেলাইন কিলি বলেন, তিনি নিশ্চিত তার স্বামীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে তাকে কোথায় রাখা হয়েছে, তা তিনি জানেন না। সরকারি কৌশুলি নিশ্চিত করেন, শুক্রবার সারারাত পুলিশ অ্যাফিকে খুঁজেছে। অ্যাফির মুখপাত্র জেনেভিয়েভ গোয়েজনার বলেন, দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাকোপির পথ থেকে তাকে গ্রেপ্তারকরা হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি। সরকারের ভূমিকার কারণে বিশ্বের সব চেয়ে বেশি কোকা পাউডার উৎপাদনকারী দেশটিতে অস্থিতিশীলতা তৈরি হতে পারে বলে মনে করেন বিরোধীরা।

প্রেসিডেন্ট লরেন্ট গ্যাবাগোর অধীনে ২০০২-০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন অ্যাফি। ২০১০ সালে ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট ওয়াতারা। সে সময় গৃহযুদ্ধে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়। সম্প্রতি হয়ে যাওয়া নির্বাচনের দিন ও আগে সহিংয়সতায় ৪০ জন নিহত হয়। দেশটির সংবিধানে কেউ দুই বারের বেশি টানা প্রেসিডেন্ট থাকতে পারেন না। কিন্তু সাংবিধানিক কাউন্সিলের অনুমতি নিয়ে তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নেন ওয়াতারা। এটাকে সংবিধান লংঘন বলছেন বিরোধীরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ