Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে নতুন করে করোনায় আক্রান্ত ২৩, মৃত্যু ২ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ৪:৫৩ পিএম

সিলেটে গতকাল (শুক্রবার) করোনাভাইরানে মৃত্যু হয়েছে দুইজনের। তারা দুজনই সিলেটের বাসিন্দা। এই দুজন নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা এখন ২৩৫। এর মধ্যে সিলেট ১৭২, হবিগঞ্জে ১৬, মৌলভীবাজারে ২২ ও সুনামগঞ্জে ২৫ জন। এদিকে, বিভাগে গতকাল একদিনে করোনা শনাক্ত হয়েছে আরও ২৩ জনের। এর মধ্যে মৌলভীবাজারে ১, সিলেটে ২২ জনের।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৮৬৭ জন। এর মধ্যে সিলেট ৭৮০৪, মৌলভীবাজার ১৮০২, সুনামগঞ্জে ২৪১৬ ও হবিগঞ্জে ১৮৪৫ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে ৪৯ জন সুস্থ হয়ে উঠেছেন। এরা সকলেই সিলেটের বাসিন্দা।

এই ৪৯ জনকে নিয়ে বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১২৫০৮ জন। এর মধ্যে সিলেটে ৬৯১৭, মৌলভীবাজারে ১৬৯৩, সুনামগঞ্জে ২৩৫০ ও হবিগঞ্জে ১৫৪৮ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে আজ ৪৭ জন ভর্তি আছেন হাসপাতালে। এর মধ্যে সিলেটে ৪১, মৌলভীবাজারে ১, সুনামগঞ্জে ৩ ও হবিগঞ্জে ২ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ