রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা
গাজীপুরের শ্রীপুরে ৩ লাখ টাকা যৌতুক না পেয়ে স্ত্রী খাদিজা (২২)-কে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছে পাষ- স্বামী। আগুনে খাদিজার শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে। অগ্নিদগ্ধ খাদিজা গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাশাহরা গ্রামের সাইজুল ইসলামের কন্যা। তাকে শ্রীপুর উপজেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় তার মা সূর্য বানু আক্তার বাদী হয়ে বুধবার থানায় অভিযোগ দায়ের করেন। জানা যায়, উপজেলার দুর্লভপুর গ্রামের সোহরাব উদ্দিনের পুত্র আলামিনের সাথে অনুমান তিন বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে আলামিন ও তার বাড়ীর লোকজন যৌতুকের জন্য খাদিজাকে অত্যাচার নির্যাতন করত। মেয়ের সুখের কথা চিন্তা করে ২ লাখ টাকার যৌতুকের দাবি পূরণ করেন। সম্প্রতি আলামিন খাদিজার কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। মঙ্গলবার রাত ১০টার দিকে আলামিন, তার বাবা সোহরাব উদ্দিন, মা লাইলী বেগম যৌতুকের জন্য খাদিজার ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে এক পর্যায়ে উত্তেজিত হয়ে খাদিজার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য হাসপাতালের কর্তব্যরত ডাক্তার খাদিজার অবস্থা আশংকাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার্ড করেন। শ্রীপুর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।