Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বেতন বৃদ্ধির দাবিতে মানববন্ধন

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা

সরকারি ঘোষণা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ)-এ কর্মরত কর্মকর্তা ও কর্মচারিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকাল ১১টার দিকে শহরের কাউতলীস্থ জেলা এলজিইডি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা সদর, নাসিরনগর ও নবীনগরে ৩৬ জন কর্মরত কর্মকর্তা ও কর্মচারি অংশগ্রহণ করে। জেলা প্রকল্প সমন্বয়কারী আরমান রশিদ জানান, ২০১৫ সালের জুলাই মাসে সরকার ঘোষিত সরকারি/আধা-সরকারি স্বায়ত্তশাসিত সকল সংস্থা ও প্রকল্পে কর্মরতদের বেতন অবকাঠামো ঘোষণা করা হয় ও কার্যকরীও হয়। কিন্তু প্রকল্প পরিচালক নানা অজুহাত দেখিয়ে বেতন বৃদ্ধির ব্যাপারে গড়িমসি করছেন। সরকারের সকল উন্নয়নমূলক কর্মকা-ের সাথে জড়িত প্রকল্পের কর্মরতদের বেতন বৃদ্ধির ব্যাপারে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা থাকলে প্রকল্প পরিচালক অজ্ঞাত কারণে তা অগ্রাহ্য করছেন। তাদের দাবি মানা না হলে আগামি ২৮ ও ২৯ আগস্ট কর্মবিরতির ঘোষণা দেয়া হয় মানববন্ধনে। উল্লেখ্য, এলজিইডির হাওরাঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ) দেশের কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কাজ চলমান রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেতন বৃদ্ধির দাবিতে মানববন্ধন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ