রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা
সরকারি ঘোষণা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় হাওর অঞ্চলের অবকাঠামো ও জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ)-এ কর্মরত কর্মকর্তা ও কর্মচারিরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সকাল ১১টার দিকে শহরের কাউতলীস্থ জেলা এলজিইডি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা সদর, নাসিরনগর ও নবীনগরে ৩৬ জন কর্মরত কর্মকর্তা ও কর্মচারি অংশগ্রহণ করে। জেলা প্রকল্প সমন্বয়কারী আরমান রশিদ জানান, ২০১৫ সালের জুলাই মাসে সরকার ঘোষিত সরকারি/আধা-সরকারি স্বায়ত্তশাসিত সকল সংস্থা ও প্রকল্পে কর্মরতদের বেতন অবকাঠামো ঘোষণা করা হয় ও কার্যকরীও হয়। কিন্তু প্রকল্প পরিচালক নানা অজুহাত দেখিয়ে বেতন বৃদ্ধির ব্যাপারে গড়িমসি করছেন। সরকারের সকল উন্নয়নমূলক কর্মকা-ের সাথে জড়িত প্রকল্পের কর্মরতদের বেতন বৃদ্ধির ব্যাপারে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা থাকলে প্রকল্প পরিচালক অজ্ঞাত কারণে তা অগ্রাহ্য করছেন। তাদের দাবি মানা না হলে আগামি ২৮ ও ২৯ আগস্ট কর্মবিরতির ঘোষণা দেয়া হয় মানববন্ধনে। উল্লেখ্য, এলজিইডির হাওরাঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (হিলিপ) দেশের কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় কাজ চলমান রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।