Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই নারী পিটিয়ে শ্রীঘরে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

আপন ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে খবরের শিরোনাম হন ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল লিজেন্ড রায়ান গিগস। এবার প্রেমিকাসহ দুই নারীকে পিটিয়ে পুলিশের কাছে ধরা খেয়ে রাত কাটালেন হাজতে।
এর ফলে শঙ্কায় রায়ান গিগসের কোচিং ক্যারিয়ার। ম্যানচেস্টারে নিজের আলিশান বাড়িতে প্রেমিকা কেট গ্রেভিল ও তার এক আত্মীয়াকে প্রহার করেছেন ওয়েলস ফুটবল দলের কোচ রায়ান গিগস।
পুলিশ আটক করার পর এক রাত হাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে গিগসকে ছেড়ে দিলেও ঘটনার তদন্ত চলছে। আর জাতীয় ফুটবল দলের আগামী তিন ম্যাচ থেকে কোচ রায়ান গিগসকে সরিয়ে দিয়েছে ওয়েলস ফুটবল ফেডারেশন। রায়ান গিগসের নারীঘটিত কাহিনী নতুন নয়। গিগসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা পিতা ড্যানি উইলসনের মন্তব্যটাও তেমনি।
গতকাল তিনি বলেন, ‘এটা ঠিক যে রায়ান একজন অসচ্চরিত্র মানুষ, তবে সে উগ্র নয়।’ এর আগে আপন ছোট ভাই রড্রির স্ত্রী নাতাশার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে খবরের শিরোনাম হন রায়ান গিগস।
গিগসের এসব কীর্তি জানার পর ২০১৬ সালে তাকে তালাক দেন স্ত্রী স্টেসি। বিচ্ছেদের আট মাসের মধ্যেই কেট গ্রেভিলের সঙ্গে সম্পর্ক গড়েন রায়ান গিগস। ২০১৮ সালে ওয়েলস জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পান রায়ান গিগস। তবে ওই সময় প্রকাশ্যে এর বিরোধিতা করেন খোদ গিগসের পিতা ও ফুপু।
ড্যানি উইলসন বলেন, ‘এমন দুশ্চরিত্র ব্যক্তিকে জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেয়াটা লজ্জাজনক। যে তার আপন ছোট ভাইয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছে সে কোনোভাবেই জাতীয় দলের জন্য যোগ্য ব্যক্তি নয়। এমন জঘন্য একজন প্রতারককে ক্ষমা করার লোক পাওয়া যাবে না।’ গিগসের নিয়োগের প্রতিবাদে তার ফুপু জোয়ানা উইলসন ওয়েলস দলের ফুটবলারদের উদ্দেশে বলেন, ‘তোমরা নিজ নিজ স্ত্রীদের তালাবন্দি করে রাখো’। সূত্র : বিবিসি নিউজ, দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ