Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের প্রচারণা দলের আইনি প্রস্তুতি, বাইডেন জিতলেই করবে চ্যালেঞ্জ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ৯:৫১ পিএম

শুক্রবার এই ব্যাপারে একটি বিবৃতি প্রকাশ করেছে প্রচারণা দলটি। তারা বলছেন, বাইডেনকে জয়ী ঘোষণা করা যেকোনও পূর্বাভাষ অবশ্যই মিথ্যা এবং বাস্তবতা বিবর্জিত। প্রচারণার কনসাল জেনারেল ম্যাট মরগান বলেন, নির্বাচন শেষ হয়নি। ৪ রাজ্যে বাইডেনের এগিয়ে থাকার খবর সর্বৈব মিথ্যা। -সিএনএন, এবিসি

মরগান বলেন, জর্জিয়ার পুন:গণনার প্রস্তুতি চলছে। কারও কারও আত্মবিশ্বাস দেখে মনে হচ্ছে, একজন প্রার্থী জিতে গেছেন। পেনসেলভেনিয়ায় প্রচুর অনিয়ম হয়েছে। আমাদের পোলিং এজন্টদের ভোট গণনার সময় থাকতে দেয়া হচ্ছে না। সিএনএনসহ বেশ কিছু গণমাধ্যম অবশ্য বাইডেনকে একটি রাজ্যে বিজয়ী ঘোষণা করেননি। কারণ, অ্যারিজোনায় আনুষ্ঠানিক ফল প্রকাশ পায়নি। তবে কিছু গণমাধ্যম বলছে বাইডেন ২৬৪ ইলেক্টোরাল ভোট পেয়ে গেছেন। এটি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ট্রাম্প সমর্থকরা। এসব গণমাধ্যমের পক্ষে আছে ট্রাম্পের প্রিয় চ্যানেল ফক্সও।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ