Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের ভাষণে ‘মিথ্যার পর মিথ্যা!’

লাইভ সম্প্রচার বন্ধ করল টিভি নেটওয়ার্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

মিথ্যে বলছেন ডোনাল্ড ট্রাম্প। এ অভিযোগে তার ভাষণের সরাসরি সম্প্রচার বন্ধই করে দিয়েছে আমেরিকার বহু টিভি নিউজ নেটওয়ার্ক। তাদের অভিযোগ, ভাষণে ভুল ও মিথ্যে তথ্য দিয়েছেন ট্রাম্প।
আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে এই প্রথমবার টেলিভিশনে বক্তৃতা দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তার ভাষণ চলাকালীনই টিভি চ্যানেলগুলো তার লাইভ স¤প্রচার মাঝপথে বন্ধ করে দেয়। অভিযোগ, ১৭ মিনিটের ভাষণে ভুল ও হিংসাত্মক বক্তব্য পেশ করেছেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা বেআইনি ভোট ব্যবহার করেছে এবং আমেরিকার থেকে ভোট চুরি করেছেন বলে অভিযোগ করেন তিনি।
ট্রাম্পের লাইভ স¤প্রচার যে টিভি চ্যানেলগুলি মাঝপথে বন্ধ করে দেয়, তাদের মধ্যে ছিল এমএসএনবিসি চ্যানেলও। তার উপস্থাপক ব্রায়ান উইলিয়ামস বলেন, ‹ওকে, আমরা আবার অস্বাভাবিক অবস্থায় এসে পড়েছি। আমেরিকার রাষ্ট্রপতিকে বাধা দিচ্ছি না, আমেরিকার রাষ্ট্রপতির ভুল সংশোধন করে দিচ্ছি।›
ট্রাম্পের লাইভ কভারেজ বন্ধ করে দিয়েছিল এনবিসি ও এবিসি। সিএনএন-এর জেক ট্যাপার জানান, ‹আমেরিকার প্রেসিডেন্ট ভুল করে অভিযোগ করছেন, মানুষ নির্বাচনে চুরি করেছে। এটা শোনার থেকে খারাপ রাত আমেরিকার জন্য আর কিছু হতে পারে না।›
বৃহস্পতিবার ইমপ্রমটু স্পিচে ট্রাম্প কোনও রকম প্রমাণ ছাড়াই নানা অভিযোগ আনেন ট্রাম্প। লড়াইয়ে জো বাইডেনের থেকে অনেকটা পিছিয়ে থাকা অবস্থাতেও তিনি দাবি করেন যে, তিনি ভোটে জিতে গিয়েছেন। তিনি বলেন, ‹আপনি যদি বৈধ ভোট গণনা করেন, তাহলে আমি সহজেই জিতে গিয়েছি। আর অবৈধ ভোট গণনা করলে ওরা আমাদের থেকে ভোট চুরি করেন।›
মার্কিন প্রেসিডেন্টের মতে, রিপাবলিকান পার্টি আমেরিকার মানুষের প্রতিনিধিত্ব করে। কিন্তু, গোটা ভোট প্রক্রিয়ার সময় ‹বিগ মানি, বিগ টেক ও বিগ মিডিয়া› ডেমোক্র্যাটদের সমর্থন জুগিয়ে গিয়েছে। ট্রাম্প বলেন, ব্যালট গোনার সময় সর্বক্ষণ প্রতিটি কেন্দ্র থেকে লাইভ স¤প্রচার করা হয়েছে। কিন্তু, মেইল-ইন ভোটিং প্রক্রিয়ার সময় তা হয়নি। ট্রাম্পের মতে, এ মেইল-ইন ভোট প্রক্রিয়া আদতে ‹দুর্নীতি›। গোটা ভোটপ্রক্রিয়াকে নষ্ট করে দিয়েছে। ট্রাম্পের এ ভাষণের পরই রিপাবলিকান লমেকার ট্যুইট করে বলেন, ‹আমেরিকায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। আর সব বৈধ ভোট গণনা শেষ হওয়ার আগে কেউ জয়ী হয় না।› এটা পাগলামির লক্ষণ বলেও কটাক্ষ করেন তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ