Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাউচিকে শিরচ্ছেদ হুমকি টুইটার অ্যাকাউন্ট বাতিল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি ও এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে-এর শিরñেদের কথা বলায় হোয়াইট হাউজের সাবেক প্রধান কৌশল প্রণেতা স্টিভ ব্যাননের অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল করেছে টুইটার। ‘সহিংসতাকে গৌরবান্বিত’ করে উপস্থাপনের কারণে এ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ। পুনর্নির্বাচিত হলে ফাউচিকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার দ্য ওয়ার রুম পডকাস্টে ট্রাম্পের সাবেক প্রচার কৌশলবিদ ও উপদেষ্টা ব্যানন বলেন, ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ রে ও ফাউচিকে বরখাস্ত দিয়ে শুরু হোক। না, সত্যিকার অর্থে আমি আরও বেশি চাই। কিন্তু প্রেসিডেন্ট দয়ালু ও ভালো মানুষ।’ ব্যানন আরও বলেন, আমি আসলে টিউডর ইংল্যান্ডের পুরনো আমলে ফিরে যেতে চাই। আমি তাদের মাথা বর্শার ফলায় ঝুলিয়ে রাখব। ঠিক, আমি তাদের মাথা হোয়াইট হাউসের দুই কোনায় রাখব কেন্দ্রীয় আমলাদের জন্য সতর্কতা হিসেবে। হয় পরিকল্পনার সঙ্গে আসো অথবা নাই হয়ে যাও।’ সূত্র : দ্য ওয়্যার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ