Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেডারেশন সাধারণ সম্পাদকের অভিযোগ বক্সাররা প্রতারিত হচ্ছেন!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ৮:৫৭ পিএম

বাংলাদেশ বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন অভিযোগ করেন, লন্ডন প্রবাসী বিশ্ব চ্যাম্পিয়ন কিক বক্সার আলী জ্যাকোর পর এবার বাংলাদেশের বক্সারদের নিয়ে অপতৎপড়তায় লিপ্ত হয়ে উঠেছে আরেকটি চক্র। এই চক্রের খপ্পরে পড়ে লাল-সবুজের বক্সাররা প্রতারিত হচ্ছেন। অভিয়োগে জানা যায়, কোন প্রকার আন্তর্জাতিক সনদ ছাড়াই পেশাদার বক্সিং শেখানোর কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্ররোচনামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ওই চক্রটি। এমন প্রতারণার ফাঁদে পা না দেয়ার জন্য বক্সারদের অনুরোধ করেছে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে তারা। সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম তুহিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে যেমন ইউটিউব, ফেসবুক ও নিউজ পোর্টালে বাংলাদেশে পেশাদার বক্সিং প্রতিযোগিতা আয়োজন ও পেশাদার বক্সিং লাইসেন্স দেয়ার লক্ষ্যে বক্সার, কোচ ও ক্রীড়া সংগঠকদের কাছ থেকে অর্থের বিনিময়ে লাইসেন্স দেয়া ও প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা করছে। প্রফেশনাল বক্সিং কার্যক্রমে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন কোন অনুমোদন দেয়নি। এমতাবস্থায়, বক্সিং ফেডারেশন এবং আন্তর্জাতিক সংস্থা আইবার নিবন্ধনকৃত কোন বক্সার প্রফেশনাল বক্সিয়ে বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের অনুমতি ছাড়া নিবন্ধন এবং প্রতিযোগিতায় অংশ নিলে ফেডারেশনের প্রচলিত বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

এ প্রসঙ্গে তুহিন বলেন, ‘ বাংলাদেশে পেশাদার বক্সিং হয়না। তাই আমাদের বক্সিং ফেডারেশন অ্যামেচার। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ও আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের (আইবা) নিয়ম মেনে এখানে অ্যামেচার বক্সারদের প্রশিক্ষণ দেয়া হয়। তারপরও অ্যামেচার বক্সারদের পেশাদার বানানোর নাম করে ফায়দা লুটার চেষ্টা করছে একটি চক্র। যা আমাদের বক্সিং আইনের পরিপন্থি।’

এর আগে ২০১৫ সালে আলী জ্যাকো পাঁচজন বক্সার ও তাদের সঙ্গে দু’জন করে ১০ জন সহকারী নেয়ার কথা বলে কোটি টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন। বিষয়টি গণমাধ্যমের নজরে আসলে পরবর্তীতে লন্ডন ফিরে যান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ