নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ জাতীয় দলের লাল-সবুজ জার্সি গায়ে মাঠ মাতাবেন- এমন স্বপ্ন দীর্ঘদিন ধরে দেখে আসছেন বসুন্ধরা কিংসের ফিনল্যান্ড প্রবাসী ফুটবলার তারিক রায়হান কাজী। স্বপ্নপূরণের সুযোগও পেয়েছিলেন তিনি। নেপালের বিপক্ষে দুই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তারিককে জায়গা দিয়েছিলেন ব্রিটিশ কোচ জেমি ডে। দলের অনুশীলন ক্যাম্পে নিজের পারফম্যান্স দিয়ে কোচের মনও জয় করেছিলেন এই ডিফেন্ডার। কিন্তু দুর্ভাগ্য পিছু নিল তার, হলো স্বপ্নভঙ্গ! ইনজুরিতে পড়ে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড থেকে ছিটকে পড়লেন তারিক রায়হান কাজী। ফলে জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য অপেক্ষা বাড়ল তার। ৫ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের সময় কুঁচকির ইনজুরিতে পড়েন তারিক। ব্যথার তীব্রতা বাড়ায় চিকিৎসার জন্য জাতীয় দলের ক্যাম্প ছেড়ে আপাতত তারিককে চলে যেতে হচ্ছে নিজ ক্লাব বসুন্ধরা কিংসে।
ফিনল্যান্ডের আলো-বাতাসে বেড়ে ওঠা তারিক কাজী সেখানকার বিভিন্ন বয়সভিত্তিক দলে খেললেও তার স্বপ্ন ছিল লাল-সবুজ জার্সি গায়ে বাংলাদেশের হয়ে খেলবেন। এ স্বপ্ন পূরণের লক্ষ্যেই গত মৌসুমে তিনি যোগ দিয়েছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসে। আগস্টে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক ক্যাম্পে ডাক পেলেও খেলা গিয়ে ক্যাম্প স্থগিত হয়ে যায় তারিক ফিনল্যান্ড থেকে ফিরে আসার আগেই। তবে ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে তাকে জায়গা দিয়েছিলেন কোচ জেমি। দলে ডাক পেয়ে ২৯ অক্টোবর ফিনল্যান্ড থেকে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দেন এই প্রবাসী ফুটবলার। কয়েকদিন ধরে নিয়মিত অনুশীলনও করে যাচ্ছিলেন। কিন্তু হঠাৎই যেন দূর্ভাগ্য ভর করলো তার উপর। বৃহস্পতিবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়ে ছিটকে যান ক্যাম্প থেকে। তারিকের ছিটকে যাওয়ায় জাতীয় দলের ক্যাম্প থেকে চোটের কারণে দুই ফুটবলারকে চলে যেতে হলো। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অভিজ্ঞ মিডফিল্ডার মামুনুল ইসলাম অনুশীলনের সময় কব্জিতে চোট পান। পরে এক্সেরে রিপোর্টে জানা যায় মামুনুলের কব্জিতে চিড় ধরেছে। ফলে নেপালের বিপক্ষে ম্যাচ খেলার আশা বাদ দিয়ে ক্যাম্প ছাড়তে হয়েছে তাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।