Inqilab Logo

মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪, ২৫ আষাঢ় ১৪৩১, ০২ মুহাররম ১৪৪৬ হিজরী

পাট জাগ দেয়া নিয়ে বিড়ম্বনায় দুপচাঁচিয়ার চাষিরা

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মো. গোলাম ফারুক, দুপচাঁচিয়া (বগুড়া) থেকে

দুপচাঁচিয়া উপজেলায় পাট জাগ দেয়ার জলাশয়ের অভাবে চাষিরা পাট চাষের আগ্রহ হারিয়ে ফেলছেন। বগুড়ার শস্য ভা-ার হিসাবে পরিচিত দুপচাঁচিয়া উপজেলায় অন্যান্য কৃষিজাত ফসল চাষের পাশাপাশি এলাকার সোনালি আঁশ হিসাবে খ্যাত পাটের চাষও হতো ব্যাপক হারে। কিন্তু বর্তমানে এলাকায় পাট জাগ দেয়ার জলাশয়ের অভাবে চাষিরা পাট চাষে আগ্রহ হারাচ্ছেন। সরেজমিন এলাকা ঘুরে ও বিভিন্ন কৃষকের কাছ থেকে জানা গেছে, মাত্র কয়েক বছর আগেও এ উপজেলায় বিভিন্ন নালা, ডোবা, পুকুর ছিল। কৃষকরা পাট চাষ করে সেসব জলাশয়ে পাট জাগ দিতে পারতেন। কিন্তু বর্তমানে এসব জলাশয় অনেকেই ভরাট করে চাতাল, বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এতে পাট জাগ দেয়ার জলাশয়ের ব্যাপক সংকট দেখা দিয়েছে। ফলে এবার আবহাওয়া অনুকূলে থাকায় পাটের ব্যাম্পার ফলন হলেও পাট জাগ দেয়া নিয়ে কৃষকরা চরম বিড়ম্বনায় পড়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় নানাবিধ কারণে পাটের আবাদ খুব একটা ভালো হয় না। এবছর কৃষকরা ৫ হেক্টর জমিতে চাষিরা পাটের আবাদ করছেন। আবহাওয়া অনুকূলে থাকায় অর্থাৎ দিনে রোদ রাতে বৃষ্টি যা পাট চাষে অত্যন্ত উপকারি। ফলে পাটের ব্যাম্পার ফলনও হয়েছে। জলাশয়ের অভাবে এলাকার চাষিরা পাট জাগ দেয়া নিয়ে চরম বিড়ম্বনায় পড়েছেন। এতে অনেকেই আগামীতে পাট চাষের আগ্রহ হারিয়ে ফেলছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাট জাগ দেয়া নিয়ে বিড়ম্বনায় দুপচাঁচিয়ার চাষিরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ