Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভোটের পরদিন রেকর্ড রোগী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৬ এএম

প্রেসিডেন্ট নির্বাচনের পরদিন রেকর্ড কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। রয়টার্সের টালি বলছে, বুধবার সব মিলিয়ে ১ লাখ ২ হাজার ৫১৯ জনের দেহে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা যা মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রে এক দিনের সর্বোচ্চ সংক্রমণ। বেশ কয়েকটি রাজ্যে হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীর উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বলে জানানো হয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে। জনসন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে শনাক্ত রোগীর সংখ্যা ৯৪ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষের। শনাক্ত রোগীর সংখ্যা ও মৃত্যু- দুদিক দিয়েই বিশ্বে অন্য সব দেশের চেয়ে অনেক এগিয়ে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনায় করোনাভাইরাস সঙ্কট গত কিছুদিন ধরে অনেকটা আড়ালে পড়ে গিয়েছিল। তবে ভোটের জমায়েত যে এ রোগের বিস্তার আরও বাড়িয়ে দিতে পারে, সে আশঙ্কা আগে থেকেই ছিল। বিবিসি জানিয়েছে, পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ৫০ হাজারের বেশি মানুষ এখন করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি। এই সংখ্যা গত অক্টোবরের চেয়ে ৬৪ শতাংশ বেশি। দৈনিক গড় মৃত্যুর সংখ্যাও আবার বেড়ে গেছে; অবশ্য এখনও তা মহামারীর শুরুর দিনগুলোর চেয়ে কম। বিবিসি, রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ