Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০২০, ১২:১৭ এএম

আধিপত্য বজায়
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেই প্রার্থীই জয়লাভ করুন, তিনি বিভক্ত একটি কংগ্রেসেরই সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকানদেরেই আধিপত্য বজায় রয়েছে। তাদের কাছ থেকে অন্তত চারটি আসন জিতে সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা ছিল ডেমোক্রেটদের। তবে তারা মাত্র একটি আসন দখল নিতে পেরেছে। আর হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের আসন ভারসাম্যও প্রায় অপরিবর্তিতই রয়েছে। সেখানেও ডেমোক্রেটরা তাদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখবে বলে মনে করা হচ্ছে। এদিকে ফলাফল শেষ পর্যন্ত কার পক্ষে যায়, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে উঠেছে। রয়টার্স।


অস্ত্র হাতে বিক্ষোভ
অ্যারিজনা রাজ্যে জয় তুলে নিয়েছেন জো বাইডেন, এমন তথ্য ছড়িয়ে পড়লে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা ভোট গণনার একটি কেন্দ্রে অস্ত্রসহ উপস্থিত হয়ে বিক্ষোভ করেন। ফনিক্সের মারিকোপা কাউন্টিতে বিক্ষোভ শুরু হলে স্থানীয় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে ট্রাম্প সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়। নির্বাচনের পর প্রায় ৩০ ঘন্টা পার হয়ে গেলেও এখনই পরিবর্তী প্রেসিডেন্ট কে নির্বাচিত হচ্ছেন সেটা ঘোষণা করা সম্ভব হচ্ছে না। সবগুলো ভোট গণনা করে চ‚ড়ান্ত ফলাফল ঘোষণা করতে হয়তো আরো বেশ কিছুটা সময় লেগে যেতে পারে। ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট হতে প্রয়োজন ২৭০টি ভোট। নিউইয়র্ক পোস্ট।


ভোট গণনার দাবি
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপ‚র্ণ কয়েকটি রাজ্যে যখন ভোট গণনা চলছে, তখন পেনসিলভ্যানিয়ার ফিলাডেলফিয়াতে বিক্ষোভ করছিলেন শত শত বিক্ষোভকারী। তাদের দাবি প্রতিটি ভোট গণনা করতে হবে। এ রাজ্যে ভোটের হিসাব জো বাইডেনের দিকে অগ্রসর হওয়াতে তাদের মধ্যে আশা জেগে উঠেছে। এতে স্বস্তি প্রকাশ করেছেন মার্ক ওয়াহল (২৭)। তিনি বলেছেন, এখন আগের চেয়ে স্বস্তি পাচ্ছেন। কারণ, ফল তাদের পক্ষে যাচ্ছে। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আমি হতাশ নই। আমি বুঝতে পারি যে, আমরা একটি মহামারির মধ্য দিয়ে যাচ্ছি। এনবিসি।


আর্মেনিয়ার দাবি
বিতর্কিত নাগরনো-কারাবাখ অঞ্চল নিয়ে সৃষ্ট চলমান সংঘাতে বুধবার আজারবাইজানের চারটি ড্রোন ভ‚পাতিত করার দাবি করেছে আর্মেনিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র শুশান এস্তাপানিয়ান এক ফেসবুক পোস্টে এ দাবি করেছেন। তিনি বৃহস্পতিবার বলেছেন, ২৪ ঘণ্টায় আজারবাইজানের সেনাবাহিনী ভারী অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক দফা নাগরনো-কারাবাখ অঞ্চলের ‘লাচিন’ কাউন্টির ‘বারদাজুর’ শহরে ঢোকার চেষ্টা করেছে। কিন্তু আর্মেনীয় সেনাদের প্রতিরোধের মুখে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। পার্সটুডে।


চীনে নিহত ৪
চীনের উত্তর-প‚র্বাঞ্চলীয় শানজি প্রদেশে বুধবার একটি কয়লাখনিতে সন্দেহজনক গ্যাস বিস্ফোরণের ঘটনায় চারজন নিহত এবং অপর চারজন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে। খবরে বলা হয়, স্থানীয় সময় বেলা ১টার দিকে কিয়াওজিলিয়াং কোয়েল ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিডেট পরিচালিত এ খনিতে দুর্ঘটনার সময় ৪২ জন খনি শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে ৩৪ জন নিরাপদে বেরিয়ে আসে। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ