Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সালমার কাছে জাহানারার হার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ৭:২৫ পিএম

উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের তৃতীয় আসরের প্রথম ম্যাচে দারুণ জয় পাওয়া ভেলোসিটি বিধ্বস্ত হলো দ্বিতীয় ম্যাচেই। আগে ব্যাট করে মাত্র ৪৭ রানেই অল-আউট দলটি। জবাবে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় ট্রেইলব্লেজার্স। উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এবারের আসরের প্রথম ম্যাচে সুপারনোভাকে হারিয়ে মিশন শুরু করে ভেলোসিটি। সুপারনোভাকে ৫ উইকেটে হারানোর দিনে বাংলাদেশি পেসার জাহানারা তুলে নিয়েছিলেন দুই উইকেট।

আজ শুধু জাহানারার ম্যাচ ছিল না, টেইলব্লেজার্সের হয়ে খেলছেন আরেক বাংলাদেশি সালমা খাতুনও। দুই বাংলাদেশির খেলায় টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভেলোসিটি।

ব্যাট করতে নেমে হতাশার বৃত্তে আঁটকে যায় ভেলোসিটির ব্যাটাররা। ওপেনার শাফালি ভার্মার ১৩, শিখা পান্ডের ১০ আর লিফ কাসপার্কের ১১ রান ছাড়া বাকিরা পাঁচ রানের কোঠাও পার করতে পারেনি। ব্যাট হাতে জাহানারা করেন ৫ বলে ১ রান। সবমিলে ১৫ ওভার ১ বলে ৪৭ রান তুলতেই সব উইকেট হারায় ভেলোসিটি।

মূলত ভেলোসিটির ব্যাটিং লাইনআপে ধ্বস নামান শফি ইকলেস্টন। ৩ ওভার ১ বলে ১ মেডেন আর ৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। এছাড়া ২টি করে উইকেট নেন জুলন গোশ্বামি ও রাজেশ্বরি গায়ক্বদ। সালমা খাতুন ২ ওভার বল করে উইকেট শূন্য থাকলেও দেন মাত্র ৪ রান।

জবাবে মাত্র ৭.৫ ওভারেই জয় তুলে নেয় ট্রেইলব্লেজার্স। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান আসে ওপেনার ডেন্ড্রা ডট্টিনের ব্যাটে। আরেক ওপেনার স্মৃতি মান্দানা ৬ রান করে সাজঘরে ফিরলেও রিচা ঘোষের ১৩ রানে ভর করে জয় তুলে নেয় ব্লেজার্সরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ