Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবিলম্বে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন -বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি

মহানবী (সা.) ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদ--

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ৭:০৯ পিএম

বিশ্ব মানবতার মুক্তিদূত মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশ করে ফ্রান্সের সরকার ও প্রেসিডেন্ট যে রাষ্ট্রীয় নগ্নতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাতে মুসলিম উম্মাহর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই জঘন্য ঘটনায় বাংলাদেশের সরকার প্রধানের রহস্যজনক নীরবতার পিছনে কারণ কি জাতি স্পষ্ট ভাবে জানতে চায়। অবিলম্বে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী এসব কথা বলেন। সভায় এক প্রস্তাবে বিশ্ব নবীর অবমাননাকারী ফ্রান্স সরকার নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের সাথে সকল ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। ফরাসি রাষ্ট্রদূতকে জরুরি তলব করে দেশের গণমানুষের অসন্তোষের কথা জানিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সভায় অপর এক প্রস্তাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ও ধর্মীয় অস্থিরতা উস্কে দেয়া ফ্রান্সের সকল বাণিজ্যিক পণ্য ও তাদের স্বার্থকে পরিপূর্ণরূপে বয়কট করার জন্য মুসলিম উম্মাহর প্রতি আহ্বান জানানো হয়। সভায় আগামী ৭ জানুয়ারি পার্টির জাতীয় সাধারণ পরিষদের সাধারণ অধিবেশন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্টির উপদেষ্টা মাওলানা ফজলুর রহমান, পার্টির নায়েবে আমীর আলহাজ আবদুর রহমান চৌধুরী, নায়েবে আমীর মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মাওলানা মুসা বিন ইযহার, মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, সংগঠন সচিব হাফেজ মাওলানা আবু তাহের খান, মুফতি দীনে আলম হারুনী, মাওলানা আনোয়ারুল কবীর, মাওলানা এরশাদ বিন জলাল, মাওলানা জহিরুল ইসলাম, আলহাজ মাওলানা আবুল কালাম, মুফতি আব্দুস সাত্তার, মাওলানা দিদারুল আলম, বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী এবং মহাসচিব ইহতিশামুল হক সাখী।


সভায় অপর এক প্রস্তাবে বলা হয়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবন চরম দুর্ভোগের শিকার। সরকার জনগণের স্বার্থ ও নিরাপত্তা দিতে চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। মানুষের জান-মাল ইজ্জত-আবরুর কোনো নিরাপত্তা নেই। এই সরকারের উচিত দ্রুততম সময়ে নিজেদের চরম ব্যর্থতার দায়ভার স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ