গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ফ্রান্সে মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশের দায়ে দেশটির প্রেসিডেন্ট ম্যাখোঁকে মুসলিম উম্মাহ’র কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। ঢাকাস্থ ফরাসি দূতাবাসের রাষ্ট্রদূতকে ডেকে মহানবী (সা.) অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাতে হবে। মহানবী (সা.) ইজ্জত নিয়ে টানা হেঁচড়ার পরিণাম শুভ হবে না। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সম্মিলিত ইসলামী দলসমূহ আয়োজিত মহানবীর (সা.) সম্মান : সভ্যতার নতুন স্ঙ্কট শীর্ষক সর্বদলীয় মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। সভায় ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ এবং দেশটির পণ্য বর্জনের দাবিতে আগামী ১৬ নভেম্বর সোমবার সকাল ১১টায় বায়তুল মোকাররম থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান এবং আগামী ২৯ নভেম্বর শনিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শানেরেসালাত সম্মেলন অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়।
দলসমূহের সহসভাপতি ও ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির আমীর মাওলানা আবু তাহের জেহাদী কাসেমীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের মহাসচিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলন একাংশের আমীরে শরীয়ত মাওলানা জাফরুল্লাহ খান, সংগঠনের সমন্বয়ক মাওলানা ড. খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি ফখরুল ইসলাম, খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আবুল কাশেম কাসেমী, খেলাফত আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব আলহাজ আজম খান, মাওলানা লুৎফর রহমান, ইসলামী ঐক্যজোটের (রকীব) মহাসচিব মাওলানা অধ্যাপক আব্দুল করিম, মাওলানা ফখরুদ্দীন আহমাদ, মাওলানা আবুল কালাম বাশার, মাওলানা জালালুদ্দিন আহমাদ, মোহাম্মদ হোসেন আকন্দ, মুফতি জাকারিয়া, মাওলানা মোস্তাফিজুর রব্বানী, মাওলানা সাদিকুর রহমান আজহারি, মাওলানা সালেহ সিদ্দিকী, জনসেবা আন্দোলনের মহাসচিব মাওলানা ইয়ামিন হোসেন আজমি, মাওলানা মাহমুদুল হাসান।
নেতৃবৃন্দ বলেন, রাসুল (সা.) ব্যঙ্গচিত্র কার্টুন প্রকাশ করে তাঁর ইজ্জত সম্মান ক্ষুন্ন করা যাবে না। পৃথিবীতে ইসলামের জাগরণ শুরু হয়েছে। সে দিন আর বেশি দূরে নয় গোটা বিশ্বে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।