Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিচারকদের বক্তব্য নিয়ে গবেষণার সুপারিশ

সংবিধানের ১৬তম সংশোধনী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

মহান সংবিধানের ১৬তম সংশোধনীর উপর প্রদত্ত বিচারকদের বক্তব্য নিয়ে গবেষণার সুপারিশ করেছে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটি। কমিটির বৈঠকে গ্রন্থাগারের গবেষণাখাতে বরাদ্দকৃত অর্থ যুগোপযোগী বিষয়ে গবেষণার কাজে ব্যয়ের পরামর্শ দেওয়া হয়। এখাতে প্রয়োজনে আরো অর্থ বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়েছে।

গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিীকার মো. ফজলে রাব্বী মিয়া।
বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মো. আব্দুল হাই, ওয়ারেসাত হোসেন বেলাল, মো. ছানোয়ার হোসেন, মুহাম্মদ শফিকুর রহমান ও মো. ফখরুল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।
বৈঠকে ‘জাতীয় গ্রন্থাগার বিধি ২০১২’ এবং গ্রন্থাগারের খসড়া গবেষণা নির্দেশিকা নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে গবেষণার বিষয় নির্ধারণের লক্ষ্যে কমিটির সদস্য মুহাম্মদ শফিকুর রহমানের নেতৃত্বে গঠিত উপ-কমিটিকে উপর্যুক্ত বিষয়ে পর্যালোচনাপূর্বক মূল কমিটিতে দ্রুত প্রতিবেদন দেওয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে গবেষণা নির্দেশনা আরো যুগোপযোগী ও পূর্বের উত্থাপিত প্রতিবেদন পর্যালোচনা করে হালনাগাদ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া লাইব্রেরির সাংগঠনিক কাঠামো পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব মূল কমিটিতে উপস্থাপনের জন্য বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংবিধান

৪ নভেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ