Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন নির্বাচনের ফলাফল শেষ মুহূর্তের নাটকীয়তায় : ৭ রাজ্যে ফল ঘোষণা বাকি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ৯:৩৮ পিএম

মার্কিন নির্বাচনের ফলাফল শেষ মুহূর্তের নাটকীয়তায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে ঘুরপাক খাচ্ছে এবং এখনও ৭ রাজ্যে ফল ঘোষণা বাকি রয়েছে।যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ২টা (বাংলাদেশ সময় বেলা ১টা) থেকে হুট করে বন্ধ হয়ে যায় মার্কিন নির্বাচনের ফল আসা। এর আগে ৪২টি রাজ্য ও ওয়াশিংটন ডিসির ফল পুরোপুরি চলে এসেছিলো।

মার্কিন টেলিভিশন ফক্স এবং বার্তাসংস্থা এপি ও ভয়েস অব আমেরিকা বলছে এসময়ের মধ্যে বাইডেন জিতেছেন ২৩৮টি ইলেক্টোরাল ভোট। আর বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেক্টোরাল ভোট। কিন্তু সিএনএনসহ অন্যান্য বেশ কিছু টেলিভিশন বলছে বাইডেনের প্রাপ্ত ভোট ২২৪। শুরু থেকেই মনে করা হচ্ছিল দোদুল্যমান রাজ্যগুলোই নির্বাচনে ফল নির্ধারণী ভূমিকা পালন করবে। ফল প্রকাশ আটকে আছে এরকম ৫টি রাজ্যসহ ৮টি রাজ্যের জন্যই। এরমধ্যে নেভাদা, উইসকনসিন আর মিশিগানে এগিয়ে আছেন জো বাইডেন। সব মিলিয়ে এই ৩ রাজ্যে ৩২টি ইলেক্টরাল ভোট আছে। এসব রাজ্যে জিতলেই ২৭০টি ইলেক্টরাল ভোট পেয়ে নির্বাচিত হয়ে যাবেন বাইডেন। সংখ্যার বিচারে শেষ খবর পাওয়া পর্যন্ত বাইডেন পেয়েছেন ৬ কোটি ৯৫ হাজার ৪২ হাজার ৪৪১। আর ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৭০ লাখ ৮৭ হাজার ৭০ ভোট।

ডোনাল্ড ট্রাম্প পেনসেলভেনিয়া নর্থ ক্যারোলিনা জর্জিয়া ও আলাস্কায় এগিয়ে আছেন । বিশেষত পেনসেলভেনিয়াকেই মনে করা হচ্ছে নিয়তি নির্ধারনী রাজ্য। এই ৪ রাজ্যে মোট ভোট ৫৪টি। এসব ভোট পেলে ট্রাম্পের ইলেক্টোরাল ভোট হবে ২৬৭টি। তবে উইসকনসিনে মাত্র ০.৭ শতাংশ ও মিশিগানে মাত্র ০.৪ শতাংশ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। অতি সামান্য ভোটই ব্যবধান ঘুঁচিয়ে দিতে পারে। সেটি একটি রাজ্যেও হলে ৪ বছরের জন্য মেয়াদ বাড়বে ট্রাম্পের আলোচিত রাজ্যগুলোর মধ্যে ডোনাল্ড ট্রাম্প জিতে নিয়েছেন ফ্লোরিডা আর টেক্সাস। ক্যালিফোর্নিয়া আর নিউ ইয়র্কে জয় পেয়েছেন বাইডেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ