মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনে বর্নবাদ ও নির্বাচনবিরোধী বিক্ষোভে পুলিশের সাথে ধস্তাধস্তিতে ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।রাতের শুরুতেই একজনকে হোয়াইট হাউজের নিরাপত্তা ভঙ্গের দায়ে আটক করেছে পুলিশ। অপর দু’জনকে মারামারির অভিযোগে আটক করা হয়। ছবিতে দেখা যায়, একজনকে গ্রেপ্তার করে ভ্যানে তুলে নিচ্ছে পুলিশ। -এনবিসি, ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট
একদল বিক্ষোভকারীকে সম্পূর্ন কালো পোষাক পরে হেলমেট মাথায় ছাতা দিয়ে মুখ ঢেকে মিছিল করতে দেখা গেছে। পরে কেউ ‘ব্ল্যাক লাইভস ম্যাটারস প্লাজা’ এলাকায় কেউ একজন আতশবাজিয়ে জ্বালিয়ে দেয়। এ নিয়ে রাস্তায় আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। এই বিক্ষোভকারীরা এসময় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, ট্রাম্পের মতো বর্ণবাদী কেউ আবারও নির্বাচিত হলে তারা তা প্রতিহত করবেন। এসময় তাদের হাতে ছিলো ট্রাম্পের ছবিযুক্ত প্ল্যাকার্ড। নির্বাচনকে ঘিরে ওয়াশিংটনে সংঘাতের আশঙ্কা করছে ডিসি কর্তৃপক্ষ। ট্রাম্পের কট্টর সমর্থক খ্রিস্টান গ্রুপগুলো বলছে, ভোট যতোই পান, তারা ট্রাম্পকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। তারা বলছেন ২য় সংশোধনী অনুযায়ী তাদের অস্ত্র বহনের অধিকার আছে। ট্রাম্প হেরে গেলে, সেই অধিকারের প্রয়োগ ঘটাবেন তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।