Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

সতর্কমাত্রা বাড়ালো যুক্তরাজ্য

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলা আশঙ্কায় সতর্কমাত্রা বাড়ানো হয়েছে। এর মাত্রা ‘বিদ্যমান’ থেকে ‘প্রবল’ এ উন্নীত করা হয়েছে। এর মানে হচ্ছে, দেশটিতে সন্ত্রাসী হামলার সম্ভাবনা ‘অনেক বেশি’। হুমকির মাত্রা বাড়ানোর এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্যের যৌথ সন্ত্রাসবাদ বিশ্লেষণ কেন্দ্র (জেটিএসি)। মঙ্গলবার ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রিতি প্যাটেল সরকারের এই পদক্ষেপকে ‘প‚র্ব সতর্কতাম‚লক ব্যবস্থা’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, ‘কোনো সুনির্দিষ্ট হামলার হুমকির’ প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রিতি বলেন, ‘জনগণের সতর্ক থাকা উচিত এবং কোনো সন্দেহজনক কর্মকাÐ দেখলে পুলিশকে জানানো উচিত।’ সোমবার রাতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সন্ত্রাসী হামলায় চার জন নিহত হয়েছে। এর আগে গত সপ্তাহে ফ্রান্সের নিস শহরে ছুরি হামলায় নিহত হয় তিন জন। গত মাসের মাঝামাঝি প্যারিসে হত্যার শিকার হন স্যামুয়েল প্যাটি নামে এক শিক্ষক। গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ