Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমার সেনাপ্রধানের হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম


মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং মঙ্গলবার বলেছেন যে আগামী রোববার অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচন পরিচালনা করতে গিয়ে বেসামরিক সরকার ‘অগ্রহণযোগ্য ভুল’ করছে। দেশটি সেনা শাসন থেকে মুক্ত হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্ভাব্য পক্ষপাতম‚লক ভোটের ব্যাপারে দ্বিতীয়বারের মতো হুঁশিয়ারি উচ্চারণ করলেন সেনাপ্রধান। আগের দিন স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেন যে, সেনাবাহিনী হলো দেশের অভিভাবক এবং নির্বাচনের প্রস্তুতির উপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে। পপুলার নিউজ জার্নাল নামে ওই সংবাদ মাধ্যমকে দেয়া এক বিরল সাক্ষাতকারে সোমবার তিনি আগাম ভোট-প্রক্রিয়ায় আইন ও পদ্ধতির ব্যাপক লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশনকে অভিযুক্ত করেন। এ ব্যাপারে ইসি বা সরকারি মুখপাত্রের কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। সিনিয়র জেনারেল হ্লাইং বলেন, বিরোধী দলগুলোর অনেকে অনিয়মের অভিযোগ করেছে। ভোটার লিস্ট ভুলে ভরা, বহু মানুষ বাদ পড়েছে। তিনি বলেন, স্বাভাবিক ভুল নিয়ে কোন সমস্যা নেই। কিন্তু কিছু ভুল অগ্রহণযোগ্য। এগুলো সংশোধন করার অনেক সময় ছিলো তাদের। সেনাপ্রধান বলেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে আমরা একটি অবাধ ও মুক্ত নির্বাচন চাই। ইসি ক্ষমতাসীন দল এনএলডি’র নিয়ন্ত্রণে। ২০১৫ সালের নির্বাচনে ব্যাপক জয় নিয়ে দলটি ক্ষমতায় আসে। ওই নির্বাচন দেশটিতে অর্ধশতাব্দির সামরিক শাসনের অবসান ঘটায়। তবে সেনাবাহিনী এখনো খুবই প্রভাবশালী একটি সংস্থা। বর্তমান সংবিধানে সেনাবাহিনীকে স্বরাষ্ট্র ও সীমান্ত মন্ত্রণালয়ের মতো গুরুত্বপ‚র্ণ মন্ত্রণালয়গুলো পরিচালনার অধিকার দেয়া হয়েছে। রয়টার্স, এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেনাপ্রধান

২৩ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ