Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটিশ পুত্রবধূ মেগানের ইতিহাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল আরও একটি ইতিহাস গড়লেন। ব্রিটিশ রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। নিজস্ব স‚ত্রের বরাত দিয়ে ইউএস টুডে জানিয়েছে, মেগান ভোট দিলেও বিষয়টি এখনো প্রকাশ্যে ঘোষণা দেননি। পিপল ম্যাগাজিনের পক্ষ থেকেও তার ভোট দেয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ৩৯ বছর বয়সী মার্কিন অভিনেত্রী মেগান ঠিক কখন, কোথায় ভোট দিয়েছেন সেটিও তার পক্ষ থেকে জানানো হয়নি। ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের রাজনীতি নিয়ে কথা বলার ব্যাপারে অনেক বিধিনিষেধ আছে। পারিবারিকভাবে এই বিষয়টি সবাই মেনে চলেন। মেগান সেই কারণে ভোট দেয়ার বিষয়টি প্রকাশ্যে আনছেন না। ৩ নভেম্বরের আগেই মেগান স্বামী প্রিন্স হ্যারিকে নিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে যান। সেখানকার সাধারণ মানুষকেও ভোট দিতে আহŸান জানিয়েছেন তিনি। হ্যারি যুক্তরাজ্যের নাগরিক, তাই তিনি ভোট দিতে পারবেন না। মেগানের সঙ্গে বারাক ওবামার স্ত্রীর খুব ভালো সম্পর্ক। দুজন দুজনকে ‘বান্ধবী’ বলে পরিচয় দিয়ে থাকেন। সেই বিবেচনায় অনেকেই ধারণা করছেন তিনি বাইডেনকে ভোট দিয়েছেন। তাছাড়া ট্রাম্পের বিষয়ে আগে একাধিকবার নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে তাকে। নির্বাচনের আগে মিশেল ওবামার সঙ্গে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেন মেগান। সেখানে নারীদের ভোটের অধিকার প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করেন। ইউএস টুডে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ