Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবদুল্লাহ আবু সায়ীদ পেলেন আনন্দ আলো গোলন্দাজ সাহিত্য পুরস্কার

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

আনন্দ আলো গোলন্দাজ সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের জন্য এই পুরস্কার পেয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক, বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান উদ্যোক্তা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। পুরস্কারের মূল্যমান এক লাখ টাকা। শিঘ্রই আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের হাতে তুলে দেয়া হবে। উল্লেখ্য, গফরগাঁওয়ের সাহিত্যপ্রেমী রাজনীতিবিদ আলতাফ হোসেন গোলন্দাজ-এর স্মরণে চলতি বছর এই সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। জুরী বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ প্রথমবারের জন্য পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। প্রতি বছরই দেশের একজন গুণী সাহিত্যিক ও কবি এই পুরস্কার পাবেন। প্রতি বছর একুশে বইমেলা শেষে ওই বছরের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির নাম ঘোষণা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গোলন্দাজ-সাহিত্য-পুরস্কার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ