Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বাবা ইথান হকের সঙ্গে ‘রিভলভার’ ফিল্মে মায়া হক

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

মাযা হক তার অভিনয় ক্যারিযারে সবচেয়ে বড় সুযোগটি হাতে পেয়েছেন। তিনি নির্মিতব্য কমেডি ফিল্ম ‘রিভলভার’-এ অভিনয় করবেন বলে নিশ্চিত হয়েছে। ১৯৬০-এর দশকে তৎকালীন শীর্ষ পপ ব্যান্ড দ্য বিটলসের সঙ্গে এক আকস্মিক সাক্ষাত নিয়ে চলচ্চিত্রটিতে ২২ বছর বয়সী মায়া কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করবেন। তার সঙ্গে কাস্টে থাকবেন তার বাবা ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা ইথান হক (৪৯)। ‘রিভলভার ফিল্মটির পটভূমি ১৯৬৬ সালের আলাস্কার অ্যাঙ্কোরেজ। সেখানকার কিশোরী জেইন (মায়া) কাহিনীর নায়িকা। সেই সময় যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের অঙ্গরাজ্যের শহরটিতে বিটলস জাপানের পথে এক বিমান যাত্রায় অনির্ধারিতভাবে সেই শহরে নেমে পড়ে। এতে শহরের অধিবাসীদের মধ্যে এক উন্মাদনা দেখা দেয়। সেই শহরের কিশোরী জেইনের ধারণা হয় প্রাপ্তবয়স্ক হতে হলে বিটলসের জর্জ হ্যারিসনের কাছে তার কুমারীত্ব হারাতে হবে। সেখানকার এক হোটেলে বিটলসরা আবাস নেয়। জেইন একসময় তার লক্ষ্য আসলে কি তা উপলব্ধি করে। ইথানের ভূমিকার কথা জানা না গেলেও তা গুরুত্বপূর্ণ তা বোঝা যায়। ‘স্ট্রেঞ্জার থিংস’ কাহিনীকার কেইট ট্রফ্রির গল্পে চলচ্চিত্রটি পরিচালনা করবেন ‘ফাইন্ডিং ডোরি’ পরিচালক অ্যানড্রু স্ট্যান্টন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিভলভার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ