মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেক্টোরাল ভোটের মধ্যে ২৩৮টি ভোট পেয়েছেন ডেমোক্রেটপ্রার্থী জো বাইডেন এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি।যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর ভোটকেন্দ্র স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮.০০) বন্ধ হয়েছে । ইতোমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে ফলাফল আসতে শুরু করেছে। চুড়ান্ত ফলাফলও প্রায় ঘনিয়ে এসেছে। -ফক্স নিউজ, গার্ডিয়ান, ওয়াল স্ট্রিট জার্নাল
জো বাইডেন পেয়েছেন ৬ কোটি ৮৮ লাখের বেশি পপুলার ভোট (৫০ শতাংশ)। ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৬৬ লাখের বেশি (৪৮.৪)। প্রসঙ্গত, ২০১৬ সালে ট্রাম্পের চেয়ে ৩০ লাখ বেশি পপুলার ভোট পেয়েও পর্যাপ্ত ইলেক্টোরাল ভোট না পাওয়ায় হেরে গিয়েছিলেন হিলারি ক্লিনটন। যুক্তরাষ্ট্রে সিনেটে সংখ্যগরিষ্ঠতা অর্জন করতে প্রয়োজনীয় ৫১টি আসনের মধ্যে রিপাবলিকান ও ডেমোক্রেট দু’দলই এখন পর্যন্ত ৪৭টি আসন পেয়েছে। প্রতিনিধি পরিষদে ডেমোক্রেট দল এখন পর্যন্ত পেয়েছে ১৮৮টি আসন, রিপাবলিকান দল ১৮১। গুরুত্বপূর্ণ ১২রাজ্যের মধ্যে ট্রাম্প ফ্লোরিডা, আইওয়া, ওহাইও এবং টেক্সাসে জয় পেয়েছেন। বাইডেন জয় পেয়েছেন আরিজোনা ও মিনেসোটায়। জর্জিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, নাভাদা, পেনসেলভেনিয়া ও উইসকনসিনের ভোট গণনা বাকি রয়েছে। উইসকনসিনের ফলাফল কয়েক ঘণ্টার মধ্যে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
এবারের নির্বাচনে রেকর্ড পরিমাণ আগাম পোস্টাল ভোট পড়ায় বাকি রাজ্যগুলোর ভোট গণনা শেষ হতে একদিনেরও বেশি সময় লাগতে পারে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মোট ৫৩৮টি ইলেক্টোরাল ভোটের মধ্যে প্রেসিডেন্ট পদে বিজয়ী হতে প্রয়োজন ২৭০-টি ভোট। ২১টি রাজ্যে রিপাবলিকান দলের জয় নিশ্চিত। রাজ্যগুলোর ইলেক্টোরাল ভোট ১৪৩। ১৭টি রাজ্যে ডেমোক্রেট হিসেবে খ্যাত। এই রাজ্যগুলোতে ইলেক্টোরাল ভোট ২২৪। ১২টি রাজ্য ব্যাটেলগ্রাউন্ড স্টেট হিসাবে পরিচিত। ১৭১টি ইলেক্টোরাল ভোটসমৃদ্ধ এখানকার ভোটাররা বারবার ডেমোক্রেট/রিপাবলিকান শিবিরে মত পরিবর্তন করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।