Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিরল সীমান্তে বিজিবি কর্তৃক দেশীয় তৈরী ১টি অবৈধ পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার

বিরল(দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১০:৫৮ এএম

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ধানক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরী ১টি অবৈধ পিস্তল, ৩ রাউন্ড কার্তুজ ও ৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।

গত মঙ্গলবার রাত ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ ভান্ডারা বিওপির একটি বিশেষ টহলদল নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সীঁমান্ত পিলার নং ৩২৭/১-আর হতে বাংলাদেশের আনুমানিক ৩০০ গজ অভ্যন্তরে বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র বৈরাগীপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে মালিকবিহীন অবস্থায় ১টি দেশীয় পিস্তল মুল্য ১০,০০০/- টাকা, ০৩ কার্তুজ মুল্য ৬০০/- টাকা এবং ৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল মুল্য ১৬,৪০০/- উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং ফেন্সিডিলের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওই প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ