Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপার ওভারে ম্যাচ জিতল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১১:৪১ পিএম

পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জমজমাট উত্তেজনাপূর্ণ লড়াই শেষে জয় পায়নি কোন দলই। ম্যাচটি টাই হয়েছে।

উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে সেন উইলিয়ামসের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৮ রান করে জিম্বাবুয়ে। সেন উইলিয়ামস ১৩৫ বলে ১১৮ রান করেন।

এছাড়া ব্রেন্ডন টেইলর ৫৬ এবং সিকান্দার রাজা ৪৫ রান করেন যা জিম্বাবুয়েকে বড় সংগ্রহ পেতে সাহায্য করে। পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন ১০ ওভারে মাত্র ২৬ রানে ৫টি উইকেট লাভ করেন।

জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পরে পাকিস্তান। তবে বাবর আজমের সেঞ্চুরি এবং ওহাব রিয়াজের অর্ধশতকের সুবাধে ৫০ ওভারে ২৭৮ রানেই থামে পাকিস্তান। বাবর আজম ১২৫ এবং ওহাব রিয়াজ ৫২ রান করেন।

এরপর খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে মুজারাবানির দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৪ বলের মধ্যেই দুই উইকেট হারায় পাকিস্তান। বাকি দুই বলে করে মাত্র ২ রান।

৩ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শাহীন আফ্রিদির প্রথম বলে এক রান নেন টেইলর। দ্বিতীয় বলে কোন রান নিতে পারেনি রাজা। তবে তৃতীয় বলেই চার মেরে খেলা শেষ করে দেন রাজা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ