বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাগলনাইয়া থানার সাবেক ওসি এম মঞ্জুর মুর্শেদ ও ১১ পুলিশ সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে ক্রসফায়ারে হত্যা চেষ্টা ও ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ ওঠেছে। গতকাল মঙ্গলবার সকালে ফেনীর সিনিয়র বিচারিক হাকিম কামরুল হাসানের আমলী আদালতে মো. গিয়াস উদ্দিন দুলাল নামে ছাগলনাইয়ার পূর্ব পাঠানগড় এলাকার এক ব্যক্তি বাদী হয়ে এ অভিযোগ করেন। এতে ১১ জন পুলিশের সদস্যের বাইরে বাকী দুইজন পুলিশের সোর্স।
বাদী পক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন নান্নু জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কোন কর্মকর্তাকে দিয়ে অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে আদালতে জমা দিতে বলা হয়েছে। এজাহার অনুযায়ী অন্যান্য আসামিরা হলেন, ছাগলনাইয়া থানার সাবেক এসআই মো. শহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন, এএসআই মো. ফিরোজ আলম, মো. মাহবুল আলম সরকার, এসআই মো. খোরশেদ আলম, কনস্টেবল সুকান্ত বড়–য়া, থানায় কর্মরত বর্তমান কনস্টেবল মো. নুরুল আমিন, সাবেক কনস্টেবল মো. মাঈন উদ্দিন, বর্তমান কনস্টেবল মো. নুরুল আমিন, মো. সিরাজুল ইসলাম ও পুলিশের দুই সোর্স ছাগলনাইয়ার উপজেলার এলনা পাথর এলাকার আবুল হোসেনের দুই ছেলে আবুল হাসেম ও আবুল খায়ের ছোটন প্রকাশ দালাল ছোটন।
বাদী গিয়াস উদ্দিন দুলাল অভিযোগপত্রে লিখেন, আমি পিকআপ চালক ছিলাম। গত বছরের জানুয়ারির ১৭ তারিখে ফেনী সদরের কাজীরবাগে মাটি বহন করছিলাম। সেদিন আবুল হাসেম ও আবুল খায়ের নামে দুই সোর্সসহ পুলিশ সদস্যরা এসে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওইদিন বিকালে তারা কাজীরবাগ হতে একটি মাইক্রোবাসে তুলে ছাগলনাইয়ার পাঠাননগর এলাকায় ব্রাদার্স ব্রিকফিল্ডে নিয়ে যায়। সেখানে ওসি মোর্শেদ এসে আমার চোখ বেঁধে পুনরায় চাঁদা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে তারা সকলে মিলে আমাকে ক্রসফায়ারে দেবার হুমকি দেয়। এ খবর পেয়ে আমার মা ও বোন সেখানে ১ লাখ টাকা দেবার কথা বলেন। এতে রাজী না হয়ে তারা চোখ বাঁধা অবস্থায় মাইক্রোবাসে করে শুভপুর ইউনিয়নের বল্লভপুরে চম্পকনগর রাস্তায় মাথায় একটি জমিতে নিয়ে মাটিতে ফেলে হত্যার চেষ্টা চালায়।
এরপর ওসি মোর্শেদ ঘটনাস্থলে থাকা সুকান্ত বড়–য়া নামে এক পুলিশ সদস্যের শটগান দিয়ে আমার ডান পায়ে ৩ রাউন্ড গুলি করে।
এরপর তারা এলোপাথারি লাথি মেরে আমার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে। এতে আমি সংজ্ঞাহীন হয়ে পড়লে মৃত্যু হয়েছে ভেবে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে আমার দেহে প্রাণের অস্তিত্ব টের পেয়ে চিকিৎসকরা চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেন। এর তিনদিন পর চিকিৎসকরা অস্ত্রোপাচার করে ডান পায়ের নিম্নাংশ কেটে বাদ দেন। আমি পঙ্গু হয়ে পড়ি। পরে আমার বিরুদ্ধে থানার সাবেক পুলিশ উপপরিদর্শক মো. মাহবুবুল আলম সরকার ১৪শ’ পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মিথ্যা মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করে।
এ মামলার তদন্ত কর্মকর্তা থানার সাবেক এসআই গত বছরের ২৭ জানুয়ারি আমার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। এরপর এ বছরের অক্টোবরের ১ তারিখে মামলার কাজে ফেনী কোর্টে আসলে পুলিশের সোর্স আবুল হাসেম আমাকে দেখে বলে, তুই মরে যাস নি? তোকে আবারও ক্রসফায়ারে দেব। কারণ জিজ্ঞেস করলে সে জানায়, বেশি বাড়াবাড়ি করলে আবারো পুলিশ দিয়া ক্রসফায়ার করে টুকরা টুকরা করে পুড়িয়ে ফেলবে। ওই দুই সোর্স মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া তারা এলাকায় হুন্ডি ব্যবসা, খুনসহ নানা অপকর্মের সাথে জড়িত। তাদের ভয়ে আমার পরিবার জীবন শঙ্কায় দিন কাটাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।