Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

মৃত্যু শতাধিক

পশ্চিম তুরস্কের ইজমিরে আঘাত হানা শক্তিশালী ভ‚মিকম্পে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০০ এর বেশি হয়েছে বলে মঙ্গলবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডি জানিয়েছে। গত শুক্রবার ঘটে যাওয়া ৭ মাত্রার এই ভ‚মিকম্পে আহত হয়েছেন ৯৯৪ জন মানুষ। এর মধ্যে ১৪৭ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন বলে এএফএডি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শুক্রবার ওই ভ‚মিকম্পের পর মোট ১৪৬৪ বার ভ‚-কম্পন অনুভ‚ত হয়েছে। এর মধ্যে ৪৪টি ভ‚-কম্পনের মাত্রা ছিল ৪ এর ওপরে। আনাদোলু।


আবেদন খারিজ
ডেমোক্র্যাটিক পার্টি অধ্যুষিত হিউস্টিনে প্রায় এক লাখ ২৭ হাজার ভোট বাতিলের দাবি তুলেছে ক্ষমতাসীন ট্রাম্প শিবির। টেক্সাসের হিউস্টনে ড্রপবক্সে দেওয়া এসব ব্যালট অবৈধ ঘোষণার দাবিতে আদালতের শরণাপন্ন হয়েছে তারা। তবে সোমবার প্রায় তিন ঘণ্টার শুনানি শেষে ট্রাম্প শিবিরের এমন আবেদন খারিজ করে দিয়েছেন টেক্সাসের ফেডারেল বিচারক অ্যান্ড্রু হ্যানেন। রায়ে আদালত বলেন, অক্টোবরের মাঝামাঝি থেকে লোকজন ভোট দিচ্ছেন। আর এসব ভোট বাতিলের আবেদনটি এসেছে গত সপ্তাহের শেষ দিকে। সিএনএন।


বঙ্গোপসাগরে মহড়া
বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়া। মালাবার ২০২০ নামের এই যৌথ মহড়ায় অংশ নেবে দেশ চারটির নৌবাহিনী। এ মাসে দুই ধাপে এই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার প্রথম ধাপ শুরু হয়। ইন্দো-প্রশান্ত অঞ্চলে মালাবার মহড়া এবারই প্রথম নয়। এই বছর ২৪তম সংস্করণ অনুষ্ঠিত হলেও কয়েকটি কারণে এবারের মহড়া তাৎপর্যপ‚র্ণ। লাদাখ সীমান্তে চীন-ভারতের উত্তেজনার মধ্যে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এনডিটিভি।


৩৯ সাংবাদিক
২০২০ সালের প্রথম ৯ মাসে ৩৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন নারী সাংবাদিক রয়েছেন। জাতিসংঘের জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো সোমবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুসারে, গত দশকের মধ্যে এটিই সর্বনিম্ন মৃত্যু। আন্তর্জাতিক সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধে দায়মুক্তি অবসান দিবস উপলক্ষে সোমবার এই প্রতিবেদন প্রকাশ করেছে ইউনেস্কো। এতে উল্লেখ করা হয়েছে, গত বছর বিশ্বে ৫৭ জন সাংবাদিক নিহত হয়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ