বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাই উপজেলার নয়দুয়ারিয়া পাহাড়ি ঝর্ণার ক‚পে ডুবে অনিমেষ দে (২৭) নামে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটে। চট্টগ্রাম উত্তর এএসপি সার্কেল মাহবুবুর রহমান জানান, গত সোমবার (১৫ আগস্ট) রাত ৯টায় চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে মিরসরাই থানায় হস্তান্তর করে। নিহত অনিমেষ ফকিটছড়ি উপজেলার নিরঞ্জনদে’র ছেলে। তিনি জানান, অনিমেষ দে সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে তৈল ও খনিজ সম্পদ প্রকৌশল বিভাগ থেকে সদ্য ¯œাতক উত্তীর্ণ হয়েছে।
মীরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া জানান, গত সোমবার শেষ বিকেলে উক্ত যুবক বন্ধুদের সাথে ঝর্ণায় বেড়াতে গিয়ে নিখোঁজ হবার পর মিরসরাই ফায়ার সার্ভিস ও পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল নিখোঁজ যুবককে উদ্ধারের চেষ্টা চালিয়ে রাত ৯টা নাগাদ মৃতদেহ উদ্ধার করে। নিহত অনিমেষ-এর সাথে থাকা অপর দর্শনার্থী বন্ধু তানভীর আলম জানান, তারা তিন বন্ধু চট্টগ্রামের অক্সিজেন এলাকা থেকে মিরসরাই উপজেলার ওয়াহেদপুর এলাকার উক্ত নাপিত্তাছড়া পাহাড়ি ঝর্ণা দেখতে আসে। পাহাড়ের ওপর থেকে নামার পথে পা পিছলে অনিমেষ দে ক‚পে পড়ে যায়। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন মিরসরাই ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।