Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

মিরাকলের আশায় ডাক্তাররা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারতীয় বাংলঅ সিনেমার প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তার সচেতনতার স্তরে কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের মতে, পরিস্থিতি খুব একটা আশাপ্রদ নয়।
ফের অবস্থার অবনতি হয়েছে সৌমিত্রের। চিকিৎসকদের যাবতীয় চেষ্টা সত্তে¡ও গত রোববার তার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা যায়নি। মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক অরিন্দম কর জানান, গত কয়েকদিন ধরেই ফেলুদার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ তাদেরকে চিন্তার মধ্যে রেখেছে। হিমোগেøাবিন এক ধাক্কায় অনেকটা নেমে গেছে। রক্তের প্লাটিলেটও কমে যায়। পরিস্থিতি সামাল দিতে ৪ ইউনিট রক্ত দিতে হয় সৌমিত্রকে।
গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসকদের ক্রমাগত চেষ্টা সত্তে¡ও তার কোভিড রিলেটেড এনসেফালোপ্যাথি এবং স্নায়বিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় আচ্ছন্ন ভাব কাটেনি। ফলে ৮৫ বছরের অভিনেতাকে নিয়ে প্রবল দুশ্চিন্তায় রয়েছেন চিকিৎসকরা।
ডা. অরিন্দর করের কথায়, ‘ভালো খবর নয়। যত দিন যাচ্ছে তত আমরা আমাদের জমি হারাচ্ছি। সব জটিলতার সঙ্গে লড়াই করেও।’
গত ৬ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বেশিরভাগ সময়েই অচৈতন্য ছিলেন প্রবীণ অভিনেতা। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সূত্র : ইন্ডিয়া টুডে, রিপাবলিক ওয়ার্ল্ড।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ