Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতির এই দুঃসময়ে দরকার দুঃসাহসী বলিষ্ঠ নেতৃত্ব

বগুড়ায় আমির মন্ডলের স্মরণ সভায় বক্তারা

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

জাগপা নেতা মরহুম আমির হোসেন মন্ডলের স্মরণ সভা ও দোয়া মাহফিলে বক্তারা বলেছেন, দেশে আজ চরম দুঃশাসন চলছে। দুর্নীতি, লুটপাট, জবর দখল, খুন ,ধর্ষণ ও নির্যাতন নিপীড়নের এই দুঃসময়ে যে দুঃসাহসী ও বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন আজ তার বড়ই অভাব। গতকাল সোমবার বগুড়ায় জাগপার সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা জাগপার সভাপতি মরহুম আমির হোসেন মন্ডলের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক স্মরণ সভা ও বিশেষ দোয়া মাহফিলে তারা উপরোক্ত কথাগুলো বলেন।
তারা বলেন, মরহুম ভাসানীর পর জননেতা মরহুম শফিউল আলম প্রধান ও তার অন্যতম সহযোগী মরহুম আমির হোসেন মন্ডল ছিলেন জাতীয় সার্বভৌমত্ব ও সম্প্রসারণবাদী শক্তির বিপক্ষে সোচ্চার ও প্রতিবাদী কন্ঠ। বর্তমান সঙ্কটকালীন সময়ে তারাই হতে পারতেন ত্রাণকর্তা। তবে তারা আজ স্বশরীরে আমাদের মাঝে না থাকলে তাদের প্রতিবাদী চেতনা, দেশপ্রেম এবং আদর্শকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে।
বিকেলে বগুড়া শহরের হোটেল পট্টি এলাকায় জেলা জাগপার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণ সভা ও বিশেষ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাগপা কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাগপা সভাপতি শামীম আকতার পাইলট ।
সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মহসিন রাজু, সৈয়দ ফজলে রাব্বী ডলার, আবুল কালাম আজাদ, আব্দুল ওয়াদুল বিএনপি নেতা সাজেদুর রহমান মটু, বগুড়া জেলা জাগপার সাধারণ সম্পাদক মঞ্জুরুল কাদির তুহিন, সহ-সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, অ্যাডভোকেট পরাগ, অ্যাডভোকেট সুরমা ও অ্যাডভোকেট মাসুসুদুল হাসান টুকু প্রমুখ।
সভা শেষে মরহুম আমির মন্ডলসহ মরহুম নেতাদের মধ্যে শফিউল আলম প্রধান, অধ্যাপিকা রেহেনা প্রধান, মোফাজ্জল হোসেন, আব্দুর রাজ্জাক মিল্লাত, আব্দুর রাজ্জাক বাচ্চু সরকার, সেলিম চৌধুরী, শেখ মাহবুব হোসেন লেমন, শাহাবুল হোসেন বাটুল,কবীরুল ইসলাম চঞ্চল, গোলাম মোস্তফা, গাজী ফকির, বাবু মিয়া প্রমুখের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বলিষ্ঠ-নেতৃত্ব
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ