Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংযুক্ত চল্লিশ গ্রাম

সিরাজগঞ্জে এলজিইডির সেতু নির্মাণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গাড়াদহে করতোয়া নদীর ওপর ৩১৫ মিটার দীর্ঘ সেতুটি নদীর দুই পাড়ের ৪০টি গ্রামকে সংযোগ করেছে। সেতু নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৮ কোটি টাকা। এতে প্রায় এক লাখ জনসাধারণের চলাচলের পথ সুগম হয়েছে। 

এলজিইডি উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় প্রকৌশলীগণের ডিজাইন, পর্যবেক্ষণ ও সার্বিক তত্ত্বাবধানে তুলনামুলক কম খরচে দৃষ্টিনন্দন সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। যানবাহন চলাচলের জন্য ইতোমধ্যে সেতুটি খুলে দেয়া হয়েছে।
সেতুটি বর্তমান গণতান্ত্রিক সরকারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রতিশ্রুতির একটি সফল বাস্তবায়ন যা এলাকার জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মধ্যদিয়ে অর্থনীতিতে মূল্যবান অবদান রাখবে। এলজিইডি সিরাজগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, সেতু নির্মাণের ফলে এই এলাকার এক লাখ মানুষ সুফল ভোগ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংযুক্ত-চল্লিশ-গ্রাম

৩ নভেম্বর, ২০২০
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ