Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না ঊষা ক্রীড়া চক্রের!

হকিতে এবার প্রেসিডেন্ট কাপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ৮:৪২ পিএম

নিজেদের সিদ্ধান্তই বহাল রাখল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। ফলে ঘরোয়া হকির সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না ঊষা ক্রীড়া চক্রের। অনেকের ধারণা ছিল হয়তো দেশের হকির বৃহত্তর স্বার্থে ঊষাকে প্রিমিয়ারে খেলার সুযোগ দেবে বাহফে। কিন্তু না, বাহফে কঠোর অবস্থানে থেকে প্রিমিয়ারে খেলার জন্য ঊষার আবেদন নাকচ করে দিয়েছে। সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর ফ্যালকন হলে অনুষ্ঠিত হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় আরো সিদ্ধান্ত হয় যে, বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির জন্য অনুশীলনরত যুব দলকে ভালোভাবে প্রস্তুত করতে করার লক্ষ্যে প্রেসিডেন্ট কাপ নামে একটি নতুন টুর্নামেন্ট আয়োজন করবে বাহফে। ছয় দল নিয়ে চলতি মাসের শেষ দিকেই টার্ফে গড়াবে এই টুর্নামেন্ট। এমন পরিকল্পনাই বাহফের।

সোমবার নির্বাহী কমিটির সভার শেষে বাহফের সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, ‘ঊষা গত প্রিমিয়ার লিগ খেলেনি। তাই তারা এবার খেলতে পারছে না। প্রিমিয়ার লিগ ঠিকই টার্ফে গড়াবে। যারা অবনমিত হওয়ার তারা তাই হবে। আর আছে তারাই খেলবে প্রিমিয়ার লিগে।’

২০১৮ সালে সর্বশেষ প্রিমিয়ার লিগে খেলেনি ঊষা ক্রীড়া চক্র। যে কারণে আবেদন করার পরও ক্লাবটিকে এবার প্রিমিয়ারে খেলার সুযোগ দেয়নি বাহফে। ২০১৬ সালে মোহামেডান ও মেরিনার ইয়াংস সহ ৫ ক্লাব প্রিমিয়ার লিগ বর্জন করলেও পরের বছর তাদের খেলতে দেয়া হয়েছিল। আগের এই উদাহরণ নিয়ে বাহফে’র সভাপতি বলেন, ‘আগে যে সিদ্ধান্তগুলো নেয়া হতো সেই সিদ্ধান্তে আমরা এখন আর যাবো না। আমরা এমন সিদ্ধান্তে থাকবো যেখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটবে না।’

সর্বশেষ লিগে ম্যাচ চলাকালেই গন্ডগোলে জড়ানোর অপরাধে শাস্তি পেয়েছিলেন মোহামেডান ও মেরিনারের চার কর্মকর্তা। তবে করোকালে হকিকে মাঠে ফিরিয়ে আনতে তাদের সেই শাস্তি প্রত্যাহার করেছে বাহফে। গত ২০ অক্টোবর অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। মোহমেডান-মেরিনার ছাড় পেলেও

হকির স্বার্থে ঊষাকে কেন খেলতে দেয়া হবে না? এমন প্রশ্নে এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের উত্তর, ‘ওখানে কর্মকর্তারা মাফ পেয়েছেন। কোনো ক্লাব মাফ পায়নি। ঊষাকে প্রিমিয়ারে খেলতে দেয়ার বিষয়টি আমাদের এখতিয়ারের মধ্যে নেই। যদি ঊষাকে আমরা খেলতে দেই তাহলে গঠণতন্ত্র পরিবর্তন করতে হবে। আর গঠণতন্ত্র পরিবর্তন করতে হলে সেটা এজিএম ছাড়া উপায় নেই।’

এদিকে সভার সিদ্ধান্ত অনুযায়ী অনুশীলনরত অনূর্ধ্ব-২১ হকি খেলোয়াড়দের নিয়ে দু’টি এবং চার সার্ভিসেস দলসহ ছয় দলকে নিয়ে চলতি মাসের শেষ দিকে প্রেসিডেন্ট কাপ নামে একটি টুর্র্নামেন্টে আয়োজন করবে বাহফে। চার সর্ভিসেস দল হচ্ছে-বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বাংলাদেশ পুলিশ।

এ প্রসঙ্গে বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আগামী বছর অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের জন্য যুব দলের প্রস্তুতির কথা মাথায় রেখেই এ টুর্নামেন্ট আয়োজন করা হবে। প্রেসিডেন্ট কাপ শুরুর পূর্ব মূহূর্ত পর্যন্ত যুব দলের অনুশীলন চলবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ