Inqilab Logo

শুক্রবার, ০৭ জুন ২০২৪, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আজ চিত্রনায়িকা মৌসুমীর জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

আজ চিত্রনায়িকা মৌসুমী’র জন্মদিন। জন্মদিনের সূচনা লগ্নে তিনি তার অসংখ্য ভক্ত দর্শকের সঙ্গে অনলাইনে কেক কেটেছেন। একই সময়ে তিনি তার পরিবার এবং কাছের কিছু প্রিয় মানুষের সঙ্গেও কেক কেটেছেন। তবে এবারের জন্মদিনে মৌসুমী’র স্বামী ওমর সানী, দুই সন্তান ফারদিন ও ফাইজা কাছে থাকলেও তার মা কাছে নেই। তাই অনেক আনন্দের মাঝে মায়ের জন্যও মন খারাপ তার। কারণ প্রত্যেক জন্মদিনেই তার মা পাশে থাকেন, দিনটিকে আরো অনেক বেশি আলোকিত করে তোলেন তিনি। তার মা ছোট বোন ইরিনের কাছে দেশের বাইরে আছেন। আজকের দিনে পারিবারিকভাবেই বিশেষ ঘরোয়া আয়োজন করা হয়েছে। এর বেশি কিছু নয়। তবে মৌসুমী ফ্যান ক্লাব এবং ওমর সানী ফ্যান ক্লাব আলাদাভাবে দিনটি বিশেষভাবে উদযাপন করবে বলে জানান মৌসুমী। এদিকে এরইমধ্যে করোনা’র মহা প্রাদুর্ভাবের পর মির্জা রাকিব রচিত ও তারেক সিকদার পরিচালিত ‘ভক্ত’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে দিয়ে শুটিং-এ ফিরেছেন মৌসুমী। একজন পাগল ভক্ত’র মৌসুমীকে ঘিরে নানান ধরনের গল্প নিয়েই এই নাটকের কাহিনী এগিয়ে যায়। কাজটি প্রায় শেষের পথে। মৌসুমী বলেন, ‘স্বাস্থ্য বিধি মেনেই আমি গত সেপ্টেম্বর মাসে শুটিং-এ ফিরেছি। কক্সবাজার এবং ঢাকায় শুটিং-এ অংশ নিয়েছি। গল্পটা যেহেতু আমার চলচ্চিত্র জীবনকে কেন্দ্র করেই যে কারণে কাজটি করতে ভালো লেগেছে।



 

Show all comments
  • Md. maruf ২ নভেম্বর, ২০২০, ৮:১০ পিএম says : 0
    আমার সবছে প্রিয় জুটি সানী ভাই ও মৌসমী আপু আমি 1999 সাল থেকে তাদের ছবি দেখি আমার সবছে ভাল লাগে হারানো প্রেম ছবি ইতি অমিত হোনাইন মানিক ভালুকা ময়মনসিংহ
    Total Reply(0) Reply
  • Md. maruf ২ নভেম্বর, ২০২০, ৮:১০ পিএম says : 0
    আমার সবছে প্রিয় জুটি সানী ভাই ও মৌসমী আপু আমি 1999 সাল থেকে তাদের ছবি দেখি আমার সবছে ভাল লাগে হারানো প্রেম ছবি ইতি অমিত হোনাইন মানিক ভালুকা ময়মনসিংহ
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌসুমীর-জন্মদিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ