Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

শ্রোতাপ্রিয়তা পাচ্ছে শেখ সাদী’র গান

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ছোট্টবেলা থেকেই গান লেখালেখির প্রতিই প্রবল আগ্রহ ‘ললনা’খ্যাত শ্রোতাপ্রিয় তরুণ সঙ্গীতশিল্পী শেখ সাদী। ‘ললনা’ গানটি লিখে গানটি নিজেই সুর করে গান। নিজের লেখা সুরে গানটি নিজের চ্যানেল প্রকাশের মাত্র তিন দিনের মাথায় গানটি এক লাখ ভিউয়ার্স উপভোগ করেন। পরবর্তীতে গানটি সিএমভি’তে প্রকাশিত হয়। যার বর্তমান ভিউয়ার্স আট কোটিরও বেশি। পরবর্তীতে শেখ সাদী’র কন্ঠে ‘কন্যা’, ‘বেপরোয়া’,‘ তুমি কই’, ‘ললনা-২’, ‘মন’ গানগুলো প্রকাশিত হয়। গত ২৪ অক্টোবর শেখ সাদী’র নিজস্ব ইউটিউবে চ্যানেলে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘স্বপ্নের খোঁজ’। গানটি লিখেছেন এবং সুর করেছেন ঝিলাম গুপ্তা। গানটির সঙ্গীতায়োজন করেছেন আলভি আল বেরুনী। এরইমধ্যে গানটি প্রায় তিন লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন। শেখ সাদী বলেন, ‘কলেজ বিশ^বিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীদের টার্গেট করেই আমার এই গানটি করা। এটা সত্যি যে, তারা গানটি শুনছেন এবং আমাকে গানটির প্রতি তাদের ভালোলাগা শেয়ার করছেন এটা আমার জন্য অনেক আনন্দের এবং প্রাপ্তি। আমি আমার প্রত্যেকটি গানেরই শ্রোতা-দর্শক টার্গেট করে লিখেছি এবং সুর করেছি। স্বপ্নের খোঁজ’র ক্ষেত্রেও তাই হয়েছে।’ শেখ সাদী বলেন, আমি আগামীতে আরো ভালো মানসম্পন্ন গান করতে চাই, যেসব গানের কথায় এবং মিউজিক ভিডিওতেও চমৎকার কথা থাকবে, থাকবে সুস্থ বিনোদন। তিনি জানান, তার আরো নতুন কিছু গান শিগগিরই প্রকাশ হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ সাদী’র-গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ