Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মৌনী রায়ের বাগদান সম্পন্ন?

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

শিল্প যদি একজন তারকার খ্যাতির পেছনে সিংহভাগ হয় তার অনেকটাই দখল করবে গুঞ্জণ-গুজব। অনেকসময় তারকারা নিজেরাই গুজবের জন্ম দেন ইচ্ছাকৃতভাবে আবার পরিস্থিতির কারণেও গুজব সৃষ্টি হয়। এমনই এক গুজবের সূচনা করেছেন অভিনেত্রী মৌনী রায়। সম্প্রতি তার এক ইনস্টাগ্রাম পোস্ট দেখে ভক্তদের বদ্ধমূল ধারনা হয়েছে তার বাগদান সম্পন্ন হয়েছে। তার ভেরিফাইড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মৌনী একটি বড় আকারের হীরার বসানো আঙটি পরা অনামিকার ছবি পোস্ট করেছেন। এতে অনেকেই বিশ্বাস করে নিয়েছে তিনি গোপনে বাগদান সেরে ফেলেছেন। বলে রাখা ভাল সম্ভবত তেমন কিছু ঘটেনি। বাগদানের আংটিটি একটি গহনা তৈরির কোম্পানির। তিনি এমন কায়দা করে ছবিটি উঠিয়েছেন তাতে অনেকেরই ধারণা হয়েছে হয় তার বাগদান হয়ে গেছে বা এমন কিছুরই আভাস দিয়েছেন তিনি। মৌনীর পোস্টে কমেন্ট করেছেন প্রযোজক প্রাজ্ঞ কাপুর : “ওএমজি! এক মুহূর্তের জন্য তুমি আমাকে বিভ্রান্ত করে ফেলেছিলে।” প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার স্ত্রী ওয়ার্দা খান নাদিয়াদওয়ালা কমেন্ট করেছেন : “কি? তুমি কি পরোক্ষভাবে তোমার বাগদানের ইঙ্গিত দিচ্ছ?” অভিনেত্রী সিমরান কওর মুন্ডি লিখেছেন : “হা হা হা। তোমার ক্যাপশন পড়ার আগে পর্যন্ত আমি বুঝতে পারছিলাম না।” মৌনী ক্যাপশনে বাগদানের আঙটি তৈরি করে এমন এক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেছেন। অভিনেত্রী স্মৃতি খান্না মন্তব্য করেছেন : “ভেবেছিলাম এটি বাগদানের ঘোষণা।” পোস্টটির বিপরীতে এমন অসংখ্য মন্তব্য এসেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৌনী-রায়
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ