প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গায়িকা অ্যাডেল র্যাপ গায়ক স্কেপ্টা’র সঙ্গে প্রেম করছেন বলে প্রতিবেদনে প্রকাশিত হয়েছে। অ্যাডেলের ঘনিষ্ঠ এক সূত্র বলেছে : “সাম্প্রতিক মাসগুলোতে তাদের সম্পর্ক আরও উষ্ণ হয়েছে। তারা দুজনই লন্ডনের একই বন্ধু-মহলে মেলামেশা করেন। তারা এই পরিবেশে পরস্পরের সান্নিধ্য উপভোগ করছেন।” টটেনহাম এলাকায় জোসেফ জুনিয়র আদেনুগা ওরফে স্কেপ্টা আর অ্যাডেল দুজনেরই বাড়ি আছে। তারা দুজনেই ছোট সন্তানের বাবা এবং মা, আর এ নিয়ে তাদের বেশ আলাপ হয় বলে জানা গেছে। আর তাদের অভিন্ন জগত সঙ্গীত তো আছেই। দুই বছরের কন্যা সন্তান রিভারের বাবা স্কেপ্টা এক সাক্ষাতকারে বলেছেন : “আমার খবর নেয়ার জন্য অ্যাডেল প্রায়ই আমাকে মোবাইল বার্তা পাঠায়।” ২০১৯ সালের সেপ্টেম্বরে স্বামী সায়মন কোনেচকির সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করার পর অ্যাডের এখন যথেষ্ট সামাজিক হয়ে উঠেছি আর স্কেপ্টা’র সঙ্গে তার মেলামেশা সামাজিকের চেয়ে বেশি বলে সূত্র জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।