বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ‘পুলিশী নির্যাতনের’ নিহত রায়হান হত্যা মামলা তদন্ত করে যাচ্ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের ১৮দিনের মাথায় পিবিআই এর তদন্ত কর্মকর্তা সহ ৮জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। গত ১৩ অক্টোবর পুলিশ সদর দপ্তরের এক আদেশে রায়হান হত্যা মামলা কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে তদন্তভার স্থানান্তর হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই)। চাঞ্চল্যকর এ মামলাটি তদন্তে পিবিআই কয়েকজন চৌকিস কর্মকর্তা দিয়ে একটি তদন্ত দল গঠন করে। করোনায় আক্রান্তদের মধ্যে রায়হান হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মুহিদুল ইসলামসহ পিবিআই এর ৫ পুলিশ পরিদর্শক, সহকারী পুলিশ পরিদর্শক ১জন ও কনস্টেবল ২ জন রয়েছেন। তারা সবাই রায়হান হত্যা মামলার সাথে তদন্ত সংশ্লিষ্ট। পিবিআই পুলিশ সুপার খালেকুজ্জামান জানান, করোনা আক্রান্তরা রায়হান হত্যা মামলা তদন্তের সাথে সংশ্লিষ্ট।
তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শে চিকিৎসা চলছে তাদের। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ৩জন পুলিশ পরিদর্শক ও আরও ২জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।